যাদের ঢাকা শহরে ছোটখাটো দোকান আছে যেখানে আপনি মাসে আরো বাড়তি ইনকাম করতে পারলে আরো স্বচ্ছল ভাবে জীবনযাপন করতে পারবেন ৷ মনে করুন আপনি একটা মুদি দোকান বা চায়ের দোকান চালাচ্চেন যেখান থেকে মাসে আপনি ২০০০০ টাকা আয় করতেছেন ৷ যদি আপনি আরও ২০০০০ হাজার টাকা অতিরিক্ত আয় করতে পারেন তবে সেটা আপনার জন্য সোনায় সোহাগা ৷ আজকের ব্যবসার আইডিয়া তে আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রতি মাসে মুল ব্যাবসার পাশাপাশি আরও কিছু বাড়তি আয় করতে পারবেন ৷
কিভাবে শুরু করবেন ?
গাভীর তরল দুধ বিক্রি করে আপনিও পারেন প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে ৷ ফ্রিজে করে ঠান্ডা বরফ করে দুধ বিক্রির আইডিয়া এটা না ৷ এটা হচ্ছে বিশেষ ধরনের মেশিনে দুধ প্রক্রিয়া জাত করে বিক্রি করা ৷ এই মেশিনটিকে চিলার মেশিন বলা হয় ৷ মিল্ক চিলার মেশিন দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করে দীর্ঘদিন ভালো রাখার একটি মেশিন।
১, এই মেশিনে ফুডগ্রেড সীট ব্যবহার করা হয় তাই দুধের গুনাগুন ভালো রাখে।
২,মেশিন চালু অবস্থায় ৫ থেকে ৭ (রেকর্ড ১০ দিন এঞ্জেল ফাউন্ডেশন বগুড়া) দিন দুধ ভালো থাকে।
৩,একবার ঠান্ডা হওয়ার পর বিদ্যুৎ ছাড়া মুখ বন্ধ অবস্থায় ৬ থেকে ৮ ঘন্টা দুধ ভালো থাকে।
৪,দুধ যাতে তলানী বা ননী না জমে তার জন্য গিয়ার মোটর ব্যবহার করা হয় যা দুধ কে হালকা ঘুরিয়ে দুধের গুনমান ঠিক রাখে।
৫,মেশিনে দুধ থাকা অবস্থায় সদ্য দোহনকৃত দুধ ঢাললেও কোন সমস্যা হয় না।
৬, ফুডগ্রেড সীট ব্যবহারের ফলে দুধ মেশিনের গায়ে লেগে থাকে না তাই পরিস্কারের ঝামেলা কম, হালকা গরম পানি দিয়ে মাসে দুইবার ধুলেই চলে।
৭,ফ্রীজ আর চিলার আলাদা জিনিস, ফ্রিজের ভেতর ফুডগ্রেড নয় আর ফ্রিজ দুধকে বরফ করে দুধের গুনাগুন নষ্ট করে। সে ক্ষেত্রে চিলারে দুধ রাখলে কোন ক্ষতি হয় না তরল অবস্থায় দীর্ঘদিন ভালো রাখে ।
৮, সম্পূর্ণ অটো তাই ঝামেলা নেই, মেশিন নিজেই নিজেকে তাপমাত্রার চাহিদা অনুযায়ী চালু
বা বন্ধ করে।
কেমন বিনিয়োগ লাগবে ?
বিনিয়োগ লাগবে সর্বোচ্চ ৮০/৯০ হাজার টাকা। যায়গা লাগবে ৩'/৩' ৷ আপনার দোকানের এক কোনায় ১০০ লিটারের একটা মিল্ক চিলার বসান।
কেমন লাভ হতে পারে ?
দৈনিক ১০০ লিটার দুধ বিক্রি করতে পারেন তাহলে সব খরচ বাদে যদি দশ টাকাও লাভ থাকে তাহলে দৈনিক লাভ ১০০×১০ =১০০০ টাকা। আমাদের হিসাবে দশ টাকার বেশি লাভ হবে।
ভালো দুধ কোথায় পাবেন ?
ঢাকা শহরের আশে পাশে অনেক ডেইরি খামার আছে যারা ভালো ঢাকা শহরের যে কোন যায়গায় আপনাকে দুধ পৌছানোর ব্যবস্থা করে দিবে ৷
এস হক ট্রেডার্স
৪৫ হাজি দিল মোহাম্মদ এভিনিউ
ঢাকা উদ্যান
মোহাম্মদপুর বেড়িবাধ
আপনি যদি চান তবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে চিলার মেশিন ও দুধ সংগ্রহ করতে পারবেন ৷
দুধের পাইকারি ক্রয় মূল্য কত
আপনি খাটি দুধ ৪৫/৫৫ টাকার মধ্যে কোয়ালিটি ভেদে (সন্দেহ থাকলে ফ্যাট মিটার, ল্যাক্টো মিটার, পিএইচ মিটার অথবা মিল্ক এনালাইজার মেশিনে পরিক্ষা করে নিবেন, খাটি দুধ নাকের কাছে ঘ্রাণ নিলেও বোঝা যায় ) উপরের প্রতিষ্ঠান থেকে সরাসরি দোকানে পাবেন ৷ ঢাকার সব খানেই দুধের খুচরা বাজার ৭৫/৯০ টাকা।
বিক্রি করবেন কি ভাবে ?
আপনার দোকানের নিশ্চই কিছু বাধা কাষ্টমার আছে যাদের কাছে সহযেই দুধ বিক্রি করতে পারবেন, এছাড়াও যদি ছোট্ট একটা ব্যানারে লিখতে পারেন এখানে খামারের তরল দুধ বিক্রি হয় তাহলেও কাষ্টমার আকৃষ্ট হবে। আপনার আশেপাশে বিভিন্ন ফ্ল্যাটে হোম ডেলিভারীর ব্যবস্থা রাখতে পারেন। আপনাকে নিজ দায়িত্বে প্রচার করতে হবে।
দুধ কি মানুষ কিনবে ?
গুড়া দুধের কোম্পানীরা তরল দুধের বিরুদ্ধে যতো ষড়যন্ত্রই করুক, তরল দুধ মানুষ আগেও কিনেছে এখনো কিনছে ভবিষ্যতেও কিনবে। দোকানে অনেক সময় যায়গা এমনিতেই পড়ে থাকে,কাজে লাগান। আপনার সদিচ্ছা এই বিজনেসে সফলতা আনতে পারে। ভেবে দেখতে পারেন।
যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন এহ নাম্বারে
01715473120
এস হক ট্রেডার্স
৪৫ হাজি দিল মোহাম্মদ এভিনিউ
ঢাকা উদ্যান
মোহাম্মদপুর বেড়িবাধ
সাজেদুল হক স্বরন
01715473120
আশরাফী ইঞ্জিনিয়ারস তুরাগ হাউজিং
মোহাম্মদপুর বেড়িবাঁধ, মোহাম্মদপুর ঢাকা।
এক্সপ্রেসো কফি মেশিনের দাম ESPRESSO COFFEE MACHINE
৳Call for price - ৳Call for price
বিস্তারিত পড়ুন