আমদানি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিন

আমদানি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিন


Posted on: 2021-01-15 16:50:34 | Posted by: eibbuy.com
আমদানি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিন

অনেক প্রাচীনকাল থেকেই আমদানি ব্যবসা একটি সম্মানজনক ও লাভজনক ব্যসবা। এই ব্যবসাতে যেমন লাভ প্রচুর তেমনি রিস্কও আছে অনেক বেশী। সামান্য ভুলে শেষ হতে পারে আপনার সমস্ত পুঁজি। এজন্য আপনাকে আমদানি ব্যবসা নিয়ে বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশে প্রায় ৯৯% প্রশিক্ষণ সেন্টার গুলিতে আমদানি রপ্তানির কিছু তাত্ত্বিক বিষয় প্রশিক্ষণ দেয়া হয়। এসব বিষয় আপনি বই পড়েই জানতে পারবেন। কিন্তু আমদানি ব্যবসা শিখতে আপনাকে নিতে হবে প্রফেশনাল আমদানিকারক এবং সি এন্ড এফ থেকে বাস্তব প্রশিক্ষণ। কারন বই পড়ে ব্যবসা শিখা জায় না। আমদানি ব্যবসায় সামান্য একটা ভুলে আপনার লাখ লাখ টাকা লস হয়ে যেতে পারে। নাম মাত্র ফি দিয়ে  প্রফেশনাল প্রশিক্ষণ নিয়ে নিজেকে ব্যবসার উপযোগী করে তুলুন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ মেধাবী ছাত্র,  চায়না আলিবাবা, আমদানি রপ্তানি, সি এন্ড এফ ব্যবসার উপর প্রায় ১ যুগের বাস্তব অভিজ্ঞতা সম্পন্য মোঃ সফিউল্লাহ স্যার  থেকে আমদানি ব্যবসা নিয়ে বাস্তব প্রশিক্ষণ নিতে এখনি রেজিস্ট্রেসন করুন । মোঃ সফিউল্লাহ স্যার বাংলাদেশে আমদানি রপ্তানি নিয়ে সবচেয়ে বড় চ্যানেল  Export Import Bangladesh এ নিয়মিত আমদানি রপ্তানি নিয়ে ভিডিও আপলোড  করে থাকেন।  

ক্লাস: আগামি ৪জুন  শনিবার  সকাল ১১.০০ টা থেকে ক্লাস শুরু হবে।


প্রশিক্ষণ ফিঃ ১০০০.০০ টাকা
ফি জমদানের বিকাশ নম্বরঃ
01942325254 (BKash Personal)


টাকা বিকাশ করে মোবাইল নম্বর সহ আমাদের মেসেজ করুন বা ফেসবুকে নক করুন আমরা আসন কনফার্ম করে রাখবো ।
Shafiullah
md.shafiullah08@gmail.com

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01400-111444
(কেবল মাত্র ক্লাসে যোগদানের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন)

এছাড়া নিচের লিংকে গিয়ে আপনি সহজেই আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারেন। পরে আমাদের প্রতিনিধি কল করে আপনার আসন নিশ্চিত করবে।

কিভাবে প্রশিক্ষণ নিবেন

আমাদের প্রশিক্ষণ সেন্টারে এসে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবেন।

৮৩/বি, মৌচাক টাওয়ার, মালিবাগ মোড়, ঢাকা-১২১২

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবেঃ-  

১। আমদানি ব্যবসা শুরু  করতে মার্কেট রিসার্চ কিভাবে করবেন ?
পণ্য বিক্রির মার্কেট ? পাইকারি বিক্রি করবেন নাকি খুচরা? চক বাজার বা খাতুন গঞ্জের পাইকারি বিক্রেতারা কি একই পণ্য আমদানি করে ? বন্ড সুবিধা আছে কিনা ? কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল আমদানিতে কোন
সুবিধা আছে কিনা ? ইন্ডিয়া থেকে আমদানি হয় কিনা ? ডোর টু ডোর আমদানি হয় কিনা ? লাভ কি পরিমাণ হয় ?
২। আলিবাবা থেকে পণ্য অর্ডার করার এ টু জেড লাইভ প্রশিক্ষণ।  
৩। পন্যের জাহাজ ভাড়া, বিমান ভাড়া ও কুরিয়ার ফি কত?
৪। পি আই বা প্রোফর্মা ইনভয়েস কি এবং কিভাবে PI তৈরি করবেন ও পি আই দিয়ে কি ভাবে এল সি ওপেন করবেন ?
৫। ব্যাক্তি নামে কিভাবে পণ্য আমদানি করবেন ?
৬। ডিক্লার ভ্যালু কি আর এসেসমেন্ট ভ্যালু কি ? কিভাবে  ডিক্লার ভ্যালু আর এসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করা হয় ?
৭। কোন পোর্টে কিভাবে এসেসমেন্ট ভ্যালু ধরা হয় ?
৮। কিভাবে পণ্যের সঠিক HS Code বের করবেন?
৯। পন্য সামগ্রী আমদানি করার জন্য HS Code দিয়ে কাস্টমস টেক্স, ভ্যাট কিভাবে বের করবেন ?
১০। সিএন্ডএফ এজেন্ট এবং  Freight forwarder (shipping agent) কি ?
১১। কোন পোর্টে সিএন্ডএফ এজেন্ট খরচ কত হয় ?
১২। ডোর টু ডোর আমদানি কিভাবে করবেন ? রেগুলার আমদানি আর  ডোর টু ডোর আমদানির পার্থক্য কি ?
১৩। কুরিয়ার সার্ভিস এবং বিমানে পণ্য আমদানিতে কি পার্থক্য ?
১৪। L/C এবং TT খরছ কত ?
১৫। ট্যাক্সে ২% এক্সট্রা কেন ?
১৬। SRO কি ? কি কাজে ব্যবহার হবে ?
১৭। বিল অফ এন্ট্রি কি ? কি কাজে লাগে ?
১৮। এসেমসেন্ট নোটিশ কি ?
১৯। বন্ডে ট্যাক্স ফ্রি পণ্য কিভাবে আমদানি করে ?
২০। আই জিএম কি ? বিস্তারিত
২১। Shipment সংক্রান্ত সকল Inconterms
1) FOB 3) EXW (Ex works (EXW) is an international trade term that describes when a seller
makes a product available at a designated location,  and the buyer of the product must cover the transport costs); 5) CFR (Cost and freight);  6) CIF(Cost, insurance, and freight)
২২।কাস্টমস ট্যারিফ বই দিয়ে কিভাবে ট্যাক্স নির্ধারণ করবেন ?
২৩।আমদানি লাইসন্স করতে কি কি লাগবে ? কিভাবে করবেন ?
২৪।ইন্ডিয়ান পণ্যের ব্যবসা কিভাবে শুরু করবেন ? 

কোম্পানি নিবন্ধন 

২৫। কোম্পানি গঠনের সুবিধা 
২৬। কোম্পানি নিবন্ধনের বিস্তারিত 
২৭। ট্রেড লাইসেন্সের পরামর্শ 
২৮। টিন, বিন, ট্রেড মার্ক, বিএসটিআই, পরিবেশ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ব্যাংক হিসাব। 
২৯। এইগুলো সাজিয়ে দাও কিছু তথ্য যোগ করে।

এছাড়া লাইভ প্রশ্নোত্তর পর্ব আছে। যেখানে আপনার আমদানি রপ্তানি সকল প্রস্নের উত্তর দেয়া হবে।



Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js