মুল পাতা
Posted on: 2021-05-18 00:01:54 | Posted by: Golam Maruf
কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বর্তমান প্রজন্মের মধ্যে বিরল বলে আপনি মনে করেন?
Posted on: 2021-05-18 00:01:54 | Posted by: Golam Maruf
- এরা বড়দের মোটেই সম্মান করেনা।
- লেখাপড়ার ব্যাপারে চরম উদাসীন।
- প্রেমকে জীবনের সবকিছু মনে করে।
- ক্লাস সিক্সে ওঠার আগেই সাইকেল নয় সরাসরি বাইক কিনে দেওয়ার আবদার করে।
- ইয়াবা,গাঁজায় প্রচুর আসক্ত হয়ে পড়ে।
- মিছিল -মিটিংয়ে সক্রিয় ভুমিকা পালন করে।
- ফেইসবুকের পোস্ট নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে।
- শারীরিক কসরত একদম পছন্দ করেনা।
- এরা দল বেঁধে থাকতে পছন্দ করে এবং মেয়েদের উত্যক্ত করে বিকৃত আনন্দ পায়।
- সামান্য কিছুর জন্য মা- বাবাকে প্রচুর কষ্ট দেয়।