ইজরাইল এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কীভাবে ৬ দিনের যুদ্ধে আরব জাতিগোষ্ঠীকে শোচনীয় ভাবে পরাজিত করেন?
Posted on: 2021-05-17 23:45:58 | Posted by: Mohammed Ziaul Hoque
ইসরায়েল হচ্ছে ইহুদিদের আদি আবাসভূমি। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত এ ইহুদিদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের জন্য ইলোহিম একটি পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন এবং ইহুদিদের বিশ্বের সব জাতির মধ্যে বিশেষ জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন।
ইসলাম ধর্ম অনুসারে ইহুদিরা ইসলামেরই অংশ যাদের বনী ইসরায়েল বা ইসরায়েল দল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত ইসলাম অনুসারে বনী ইসরায়েলের জন্য আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ। সেই হিসেবে ইহুদিদের ঈশ্বর ইলোহিম বা জেহোভাই হচ্ছেন মুসলমানদের আল্লাহ।
আল -কোরআনের সূরা মায়িদাহতে আয়াত ২০ ও ২১ এর আল্লাহ বলেছেনঃ
(২০) যখন মূসা তাঁর সম্প্রদায়কে বললেনঃ হে আমার সম্প্রদায়, (বনী ইসরাইল) তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন, যা বিশ্বজগতের কাউকে দেননি।
(২১) মূসা বললেন, হে আমার সম্প্রদায়! (বনী ইসরাইল) আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন (লিখে দিয়েছেন), তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।’
কোরআনের আয়াত একেবারে স্পষ্ট। আল্লাহ ইহুদিদের জন্য একটি পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন। যুগ যুগ ধরে ইহুদিরা মূসা নবীর সময় থেকে জেরুজালেম ও এর আশে পাশের উপত্যকায় বসবাস করছিলেন।
ইহুদিরা একসময় তাদের ভূমি ইসরাইল থেকে বিতাড়িত হয়ে যান। সেখানে আরবেরা বাস করতে লাগলেন। ইহুদিরা ছিলেন বিশ্বের অন্যতম নির্যাতিত ধর্মীয় সম্প্রদায়। তারা ঈশ্বরের 'বিশেষ অগ্রাধিকার পাওয়া জাতি' এই বিশ্বাসের কারনে তারা বিশ্বে অন্য জাতিগোষ্ঠীর কাছে একটু বিশেষ নজর পান।
একসময় ইহুদিরা বিশ্বে ছড়িয়ে যান। তারা জাতিগতভাবে আবার এক হয়ে তাদের জন্য ইলোহিমের নির্ধারিত পবিত্র ভূমি ইসরাইলে ফিরতে চান। সেই জন্য তারা আবার এক হন এবং অতীত ইসরাঈল আরবদের দখল থেকে পুনরুন্ধার করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো একটি যুদ্ধ সংগঠিত হয় ইহুদি ও আরবদের মধ্যে।
১৯৪৮ সালে মে মাসে ইহুদী -আরব যুদ্ধের পরে আরবদের শোচনীয় পরাজয় ঘটে ইহুদিদের কাছে। ইহুদিরা স্বাধীন ইসরাইলের পতাকা উত্তোলন করেন।
এর পরে জাতিসংঘের মাধ্যমে ইসরাঈল রাষ্ট্র বিশ্বের বুকে স্বীকৃতি পায়।
আরবেরা বার বার ইসরাইলের কাছে হারার প্রধান কারন আরবেরা নৈতিকভাবে কখনোই সঠিক ছিলো না। ইসরাইল রাষ্ট্রটি ইহুদি জাতির জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তা'য়ালা কিন্তু আরবেরা সেটা নিজেদের দাবি করে যেটা ঠিক নয়।
আরব-ইসরাইল যুদ্ধকে আমরা পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধের সাথে তুলনা করতে পারি বা ভারত-পাকিস্তান যুদ্ধের সাথে তুলনা করতে পারি। পাকিস্তান যদি নৈতিকভাবে ঠিক থাকতো অন্তত একটা যুদ্ধে হলেও পাকিস্তান বিজয়ী হতো কিন্তু ভারতের সাথে প্রতিটি যুদ্ধে ও একটি যুদ্ধে বাংলাদেশের কাছে লজ্জাজনক হেরে পাকিস্তানের একটা অংশ হারায় বাঙ্গালী জাতির কাছে যা বাংলাদেশ নামে পরিচিত।
ইসরাইল সেই মূসার আমল থেকে বনী ইসরাইলীদের জন্য পবিত্র ভূমি। আমরা যদি ইতিহাস বিবেচনায় নিই তবে আরবেরাই আসলে ইসরাইল দখলে রেখেছিলো যা কিনা ইসলামের দৃষ্টিতেও অগ্রহনযোগ্য। আল্লাহ হয়তো এই কারনেই কখনো আরবদের সহায় হন নি ইহুদি-আরব যুদ্ধে যেমন তিনি ভারত-পাকিস্তান বা পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধে পাকিস্তানের সহায় হন নি।