ইজরায়েলের জনসংখ্য়া এত কম হলেও, তা সামরিক দিক থেকে এত শক্তিশালী কেন? 
                  
                Posted on: 2021-05-17 23:44:33
                | Posted by: Mohammed Ziaul Hoque 
                 
                 
                
ইজরায়েলের জনসংখ্যা এত কম হলেও, তা সামরিক দিক থেকে এত শক্তিশালী কেন? 
 প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই আমেরিকাতে ব্যাপক হারে  ইহুদী অভিবাসী যাওয়া শুরু করে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইজরাইলের পক্ষে  আমেরিকান ইহুদীরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করে  এবং আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার শুরু করে।ইজরাইলের স্বার্থ রক্ষা করার জন্য  ১৯৫১ সালে আমেরিকান ইহুদীরা AIPAC প্রতিষ্ঠা করে । স্বাধীনতার আগে ১৯৪৮ সাল পর্যন্ত  চেকোস্লোভাকিয়া  এবং পরে  ফ্রান্স 
 ইজরাইলকে রাজনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছে।১৯৬৭ সালে তৃতীয় আরব-ইজরাইল 
যুদ্ধের সময় ফ্রান্স ইজরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে  আমেরিকা ইজরাইলের সাহায্যে এগিয়ে আসে । ১৯৬৭ সালের যুদ্ধের পরে প্রচুর পরিমাণে  সোভিয়েত ইহুদি ইজরাইলে অভিবাসন নেয়া শুরু করে । এদের মধ্যে ছিল প্রচুর   বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, চিকিৎসক, ইত্যাদি পেশার লোক । ইসরাইল ১৯৬৭ সালে ফ্রান্স থেকে Mirage-5 বিমানের প্রযুক্তি চুরি করে  নিজেদের বিমান IAI Nesher  বানায়। পরে সেই বিমান তারা নিষেধাজ্ঞা কবলিত  দক্ষিন আফ্রিকায় বিক্রি করে । ইজরাইল হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় অর্থ/সামরিক সহায়তা গ্রহণকারী দেশ। বিগত ৬ দশকে আমেরিকা ইজরাইলকে ২৩৪ বিলিয়ন ডলার পরিমাণ সামরিক এবং অর্থ সহায়তা দিয়েছে ।   বারাক ওবামার শাসনামলে ইজরাইলের প্রতি আমেরিকার অর্থ সাহায্যের পরিমাণ ২৭% বাড়ানো হয়। ফলে ২০১৯ সাল থেকে আমেরিকা ইজরাইলকে  প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে 
।  ট্রাম্পের সময় তা আরও বাড়ানো হচ্ছে । ( plus)  শুধু
 তাই নয়। ইজরাইলের নিরাপত্তার জন্য আমেরিকা ইজরাইলের দুই প্রতিবেশী দেশ 
মিশর এবং জর্ডানকেও প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দিয়ে থাকে। 
  ইজরাইলের বাবহারিত সকল আমেরিকান অস্ত্র আমেরিকান সরকারের সহায়তার টাকায় কেনা। ইজরাইলের বানানো অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম  Arrow-3 আমেরিকান টাকায় বানানো  । ইজরাইলের  Jericoh ব্যালিস্টিক মিসাইল  ফ্রান্সের সহায়তায় বানানো। ইজরাইলের  Iron Dome মিসাইল সিস্টেম  আমেরিকার টাকায় বানানো।