মুল পাতা

Boost Unavailable


Posted on: 2021-05-21 13:55:47 | Posted by: MD Bayzid

????ফেসবুকে পোস্ট বুস্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় “Boost Unavailable” যার মানে ফেসবুক আপনার বুস্ট করার অপশনটি ডিজেবল করেছে। বিভিন্ন কারণে ফেসবুক “Boost Unavailable” করে থাকতে পারে। নিচে সেগুলো তুলে ধরা হলঃ ????

১। কভার ফটোঃ কভার ফটো বুস্ট করা সম্ভব নয়। তবে কভার ফটো দিয়ে পেইজ প্রোমোশন করা সম্ভব।

২। কভার ভিডিওঃ কভার ভিডিও বুস্ট করা সম্ভব নয়। তবে কভার ভিডিও দিয়ে পেইজ প্রোমোশন করা সম্ভব।

৩। প্রোফাইল পিকচারঃ ফেসবুক এডের সর্বোত্তম উপকারিতার জন্য প্রোফাইল পিকচার বুস্ট করতে দেয় না। তবে প্রোফাইল পিকচারের ছবি আলাদা করে পোস্ট আকারে আপলোড করলে বুস্ট করা সম্ভব।

৪। প্রোফাইল ভিডিওঃ প্রোফাইল ভিডিও বুস্ট করা সম্ভব নয়। তবে ভিডিও পোস্ট বুস্ট করা সম্ভব।

৫। ড্রাফট পোস্টঃ ড্রাফট পোস্ট বুস্ট করা সম্ভব নয়। ড্রাফট পোস্ট পাব্লিশ করে বুস্ট করতে হবে।

৬। নোটস বা নোটস এর লিঙ্কসহ পোস্টঃ ফেসবুক নোটস অথবা নোটস এর লিঙ্কসহ পোস্ট বুস্ট করতে দেয় না। 

৭। লাইভ ও শিডিউল্ড ভিডিওঃ যেসব পেইজে ব্লু ভেরিফাইড ব্যাজ আছে কেবল তারাই লাইভ ও শিডিউল্ড ভিডিও বুস্ট করতে পারে। আনভেরিফাইড পেইজে এগুলো বুস্ট করা সম্ভব নয়।

৮। এ্যালবামঃ ফেসবুক যে সমস্ত বুস্ট পদ্ধতি এডভার্টাইজারদের আশানুরূপ ফল বয়ে আনে না ফেসবুক সে সমস্ত বুস্ট পদ্ধতি বাতিল করেছে। সেজন্য ফেসবুক এ্যালবাম বুস্ট করতে দেয় না।

৯। শেয়ার করা পোস্টঃ শেয়ার করা পোস্ট বুস্ট করা যায় না। শেয়ার করা পোস্ট থেকে মূল পোস্টে গিয়ে সেটি বুস্ট করা সম্ভব।

১০। শেয়ার করা এ্যালবামঃ শেয়ার করা এ্যালবাম বুস্ট করা সম্ভব নয়।

১১। এক্সপায়ার্ড পোস্টঃ যে সমস্ত পোস্টের কার্যকারিতা শেষ হয়েছে সে সমস্ত পোস্ট বুস্ট করা সম্ভব নয়।

১২। এক্সপায়ার্ড অফারঃ যে অফারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই অফারের পোস্ট বুস্ট করা সম্ভব নয়।

১৩। আনপাব্লিশড পেইজের পোস্টঃ পেইজ পাব্লিশড না হলে বুস্ট করা সম্ভব নয়।

১৪। পেইজ রোলঃ পেইজে রোল না থাকলে বুস্ট করা সম্ভব নয়। 

১৫। ফেসবুক ক্লিক আইডিঃ পোস্টে ফেসবুক ক্লিক আইডি থাকলে সেই পোস্ট বুস্ট করা সম্ভব নয়। 

১৬। এড অ্যাকাউন্ট ডিজেবল্ডঃ এড অ্যাকাউন্ট ডিজেবল হলে ঐ এড অ্যাকাউন্ট দিয়ে এড রান করা পোস্ট বুস্ট করা সম্ভব নয়।

১৭। পেমেন্ট মেথড ডিজেবল্ডঃ “Unusual activity” এর কারণে পেমেন্ট মেথড ডিজেবল হতে পারে। সেক্ষেত্রে ঐ এড অ্যাকাউন্ট ব্যবহার করে এডভার্টাইজাররা এড দিতে পারে না।

১৮। জব পোস্টঃ এক্সপায়ার্ড অথবা পাব্লিশ হয়নি এমন জব পোস্ট বুস্ট করা সম্ভব নয়।

১৯। এডভার্টাইজমেন্ট রেস্ট্রিকশনঃ ফেসবুকের এড পলিসি বা কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে না চললে ফেসবুক এডভার্টাইজমেন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে। এক্ষেত্রে “Boost Unavailable” দেখা যায়।


Leave a Comment:

Login to comment