আসুন জেনে নিই বিশ্বে বহুল ব্যবহৃত কোন পণ্যের উৎপাদক দেশ কোনটি।
Posted on: 2021-05-21 12:59:30 | Posted by: MD Bayzid
১৭৬০ সাল থেকে পৃথিবীতে শিল্প বিপ্লব (Industrial Revolution) শুরু হয়, যার অভিষেক ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে। হস্তশিল্প, রাসায়নিক উৎপাদন, লৌহ উৎপাদন, স্টিম পাওয়ার, মেশিন যন্ত্রাংশ এবং মেকানাইজড ফ্যাক্টরি সিস্টেমের উন্নয়নে ধীরে ধীরে অসংখ্য ব্রান্ড গড়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর কয়েকটি দেশে। যা আমাদের বর্তমান সময়ের অনেকটাই অবিচ্ছেদ্য অংশ। 
১. The Coca-Cola Company
Products: Sprite, Coca-Cola, Diet Coke, Fanta etc.
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কোকা-কোলা কোম্পানী।
২. Nestlé
Products: Nido, Maggi, Kit kat, Nescafé etc.
১৮৬৬ সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয় নেসলে কোম্পানী।
৩. PepsiCo Inc.
Products: Pepsi, Mirinda, 7up, Aquafina, Mountain Dew etc.
১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় পেপসিকো কোম্পানী।
৪. Apex Footwear
১৯৯০ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অ্যাপেক্স ফুটওয়্যার। যা এশিয়ার অন্যতম বৃহত্তম ফুটওয়্যার কোম্পানীগুলোর মধ্যে একটি। অ্যাপেক্সের জন্য আমরা গর্ব করতে পারি।
৫. Calvin Klein
১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এই ফ্যাশন হাউস।
৬. Nokia
১৮৬৫ সালে ফিনল্যান্ডে যাত্রা শুরু করে নোকিয়া।
৭. McDonald's
১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে জনপ্রিয় এই ফাস্ট ফুড কোম্পানী।
৮. Intel
১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সিলিকন ভ্যালিতে যাত্রা শুরু করে এই মাল্টিন্যাশনাল টেকজায়ান্ট।
৯. IBM
১৯১১ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে কোম্পানী।
১০. Starbucks
অনেকে ইংল্যান্ড মনে করলেও, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয় এই জনপ্রিয় কফিহাউসটি।
১১. Hugo Boss
১৯২৪ সালে জার্মানে যাত্রা শুরু করে এই লাক্সারিয়াস ফ্যাশনহাউসটি। অনেক সময় শুধু 'BOSS' প্রতিকেও চিহ্নিত হয়।
১২. The Times
১৭৮৮ সালে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা শুরু করে দৈনিক সংবাদপত্র কোম্পানী 'দ্য টাইমস'। উল্লেখ্য, 'টাইমস' (যুক্তরাষ্ট্র) এবং 'দ্য টাইমস' দুটো ভিন্ন কোম্পানী।
১৩. L'Oréal
১৯০৯ সালে ফ্রান্সের প্যারিসে যাত্রা শুরু করে ল'রিয়াল বা ল'রিয়াল প্যারিস। এটি বিশ্বের সবচেয়ে বড় কসমেটিকস তৈরি কারক কোম্পানি।
১৪. CNN
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে যাত্রা শুরু করে।
১৫. 20th Century Studios
১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয়। 20th century fox এর একটি অংশ হচ্ছে National Geographic Channel.
১৬. Johnson & Johnson
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করে।
১৭. Disney
১৯২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যাত্রা শুরু হয় ম্যাস মিডিয়া কোম্পানি The Walt Disney.
১৮. KFC
১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি থেকে যাত্রা শুরু করে কেএফসি। পিৎজা হাটও কেএফসির মালিকানাভুক্ত।
Collected from বিজ্ঞানপ্রিয় - Bigyanpriyo