ইসরায়েলের পতাকা
Posted on: 2021-05-18 18:38:28 | Posted by: MD Bayzid
প্রতিটি দেশের পতাকার একটা ব্যাখ্যা থাকে। যেমন বাংলাদেশের পতাকার সবুজ এদেশের গ্রাম-বাংলার চিরায়ত রূপ আর উদিত টকটকে লাল সূর্য রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে নির্দেশ করছে।
ইসরাইলের পতাকাতেও আছে কিছু বিষয়ের ইঙ্গিত। এটাকে সামনে রেখেই তা ডিজাইন করা। পতাকায় দুইটি নদীর মাঝখানে তারকার চিহ্ন নির্দেশ করছে তাদের একটা দীর্ঘ পরিকল্পনাকে। তা হলো দুই নদীর মধ্যবর্তী এলাকা নিয়ে গঠিত রাষ্ট্র। সেই দুই নদী হলো নীলনদ এবং ইউফ্রেটিস। তাদের স্বপ্ন হলো ফিলিস্তিনসহ সিরিয়া, মদিনা, মিশর, উত্তর কুয়েত, ইরাক এবং খায়বরসহ বিশাল এলাকা নিয়ে বৃহৎ ইজরাইলী রাষ্ট্র প্রতিষ্ঠাকরণ। আর মাঝখানের চক্রটি Star of David তাদের সপ্নের তৃতীয় মন্দির Third Temple এর সপ্ন দেখায়।
ইহুদিদের দুটি পবিত্র মন্দির - যা ৭০ খ্রীষ্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রীষ্টান ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয়। সেই মন্দিরের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটিই The Wailing Wall or Western Wall এখনো টিকে আছে, এবং এটিই এখন ইহুদিদের ধর্মীয় প্রার্থনার স্থান।
তাদের আজন্ম লালায়িত সপ্ন তারা বায়তুল মুকাদ্দাস মসজিদ ধব্বংস করে সেখানে তাদের তৃতীয় মন্দির Third Temple নির্মাণ করবে। এই স্বপ্নকে সবসময় চোখের সামনে রাখে পতাকার ডিজাইনের মধ্য দিয়ে।
বিগত কয়েক সপ্তাহ ধরে মজলুম ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি বর্বরোচিত ও কাপুরুষিত আক্রমণে শুধু মুসলমানেরা নয়, নূন্যতম মনুষত্ব যে মানুষদের মধ্যে রয়েছে তারা ও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। মুসলমান হিসেবে রমজান ও ঈদের সময়ে আমাদের ভাইদের উপর এমন যুলমে আমরা আরও বেশি ব্যাথিত। কিন্তু এক্ষেত্রে মুসলিম ভাইদের বলব আবেগতাড়িত না হয়ে বাস্তবতা বুঝুন এবং মনকে শক্ত করুন।
This is Just the beginning
এটা ইসরাইলি যুলমের সবে মাত্র শুরু
এটা এখানেই শেষ হবে না, বরং Israel থেকে the Greater Israel প্রতিষ্ঠা হবে,
ইহুদীরা নিজেদের তৃতীয় মন্দির স্থাপন করবে।
ইসরাইলি এবং ইহুদীদের যুলম হচ্ছে দাজ্জালের আগমনের পূর্ব শর্ত।
এরপরই তো দাজ্জাল আসবে, হযরত ঈসা (আঃ), প্রিয়নবীর বংশ থেকে আওলাদে আলী থেকে হযরত ঈমাম মাহদী (আঃ) আসবেন এবং প্রিয়নবী ইয়াহুদীদের ধব্বংসের ব্যপারে যা যা ভবিষ্যৎবাণী করেছেণ সেটা খাপে খাপে মিলে যাবে। মনকে শক্ত করুন, মুসলিম ঐক্য মজবুত করুন, দুআ করুন এবং ইলমের পরিধি বাড়ান।
যারা উর্দু ভালো বুঝেন তাদের অনুরোধ করব মরহুম ডঃ ইসরার আহমেদ সাহেবের ইসরাইলী আগ্রাসণ, ইহুদী জাতির ইতিহাস, ইসরাইলী যুলম , আল সাউদ পরিবারের লাগামহীন সেচ্চাচারিতার, দাজ্জাল ও ইমাম মাহদী শীর্ষক লেকচারগুলো শুনার। আজ থেকে ২০-৩০ বছর আগে তিনি যা যা Prediction করেছিলেন সেটার অধিকাংশই বর্তমানে প্রকাশ পেয়েছে।
একটা মজার গল্প শুনে যাই
একবার শয়তান তার তিন শিষ্যকে বলল তোমরা যাও এই শহরে এবং এত বেশী তান্ডব কর এবং প্রমাণ কর তোমাদের মধ্যে কে সবচেয়ে বড় যালিম।
তিন শয়তান শিষ্য গেল
প্রথম শিষ্য বলল : হে শয়তান , আমি একটা বাসায় প্রবেশ করে বাসার সদস্যদের সব কিছু লুটপাট করলাম, তাদের মহিলাদের সম্মানহানি করলাম ও তাদের মেরে মেরে আধমরা করে আসলাম।
দ্বিতীয় শিষ্য বলল : হে শয়তান , আমিও একটা বাসায় প্রবেশ করে বাসার সদস্যদের সব কিছু লুটপাট করলাম, তাদের চোখের সামণে প্রথমে মহিলাদের সম্মানহানি করলাম ও পড়ে তাদের অত্যন্ত কষ্ট দিয়ে তিলে তিলে সবাইকে মেরে আসলাম।
তৃতীয় শিষ্য বলল : হে শয়তান , আমি শহরে গেলাম কিছুই করি নাই কিন্তু আমি প্রথম দুই শয়তানের চেছের বড় যালিম।
শয়তান বলল কিভাবে
তৃতীয় শিষ্য বলল : হে শয়তান তাহলে শুনুন প্রথম দুই শয়তান যাদের ঘরে গিয়ে যুলুম করেছে তাদের হত্যা করেছে সেই দুই ঘরওয়ালারা আমার খুবই আপনজন ছিল, এবং আমার কাছে সব শক্তি ও উপকরণ ছিল তাদের সেই যুলমগুলো প্রতিহত করার। কিন্তু আামি কিছুই করি নাই, নীরব দর্শকের ভূমিকায় থেকে সেই যুলুমগুলো উপভোগ করেছি।
শয়তান খুশিতে টগবগ করে তৃতীয় শিষ্যকে বুকে টেনে নিল এবং বলল হ্যা, তোমার চেয়ে কঠোর, পাষাণ ও জালিম আর কেউ হতে পারবে না।
বর্তমান ফিলিস্তিনিদের উপর এই হত্যা ও তান্ডবললীর সময়ে বিশ্বের সবচেয়ে অথর্ব ও ঠুনকো সংগঠন OIC এবং সে সকল মুসলিম রাষ্ট্র যারা তাদের সেনাবাহীনীর অংকার দেখায় কিন্তু এখন নীরব দর্শকের কাজ করছে তারা শয়তানের তৃতীয় শিষ্যের ন্যায় জালিম।
লেখকঃ Naimul Ehasan Barkati