ই-কমার্স বিসনেজ কিভাবে শুরু করা যায়
Posted on: 2021-05-18 11:03:10 | Posted by: MD Bayzid
ই-কমার্স বিসনেজ কিভাবে শুরু করা যাই ?
আপনি যখন ভেবেছেন ই-কমার্স বিসনেজ শুরু করবেন তখন আপনাকে জেনে নেওয়া উচিত ইকমার্স আসলে কি ? এটা কীভাবে কাজ করে বা এটা কীভাবে পরিচলনা করতে হয়।
ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে।----- সূত্র উইকিপিডিয়া
সোসাল মিডিয়া তে প্রায় দেখা যাই যে, অনেকেই জানতে চাচ্ছে ট্রেড লাইসেন্স ছাড়া ই-কমার্স বিজনেজ করা যাই কিনা ? ই-কমার্স এর জন্য কোন ক্যাটাগিরিতে ট্রেড লাইসেন্স করতে হয়? আমার বয়স ১৮ বছর হয়নি আমি কী উদ্দেক্তা হতে পারবো ? এছাড়া ও এই রিলেটেড অনেক প্রশ্ন।
আমি মুলোত এই কন্টেন্ট এর মাধ্যমে ই-কমার্স টা প্রাথমিক ভাবে বোঝানোর চেষ্টা করবো।
আমি গত ১ বছর আগে যখন ই-কমার্স বিজনেস শুরু করি তখন মুলোত আমার কোন নিজস্ব পণ্য ছিলো না শুধু ১ টা ফেসবুক পেইজ দিয়ে শুরু করি অন্যের প্রোডাক্ট এটাকে এফিলিয়েট ও বলতে পারেন। পেইজের মাধ্যমে অন্যের পণ্য নিয়ে কাজ করা শুরু করি পেইজ টা কীভাবে কাজ করে তা পর্যালোচনা করি। কেই ওর্ডার তো দুরের কথা লাইক ও মেসেজ ও দেই না । তখন বিষয় টা নিয়ে গভেষনা শুরু করলাম। দেখলাম ই-কমার্স বিজনেজ টা অনেকটা ডিজিটাল মার্কেটিং এর অপর নির্ভর। ডিজিটাল মার্কেটিং ছাড়া ই-কমার্স বিসনেজ টা এক প্রকার অসম্ভব বললেই চলে। ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করতে যেয়ে বুঝলাম একটা ডুয়েল কারেন্সি কার্ড এর কত গুরুত্ব কিন্তু আমি তো এখনো ১৮ + না। জাতীয় পরিচয় পত্র পাইনি। তখন বিকল্প পদ্ধতী বের করার চেষ্টা করতে যেয়ে অনেক ফেসবুক আইডী এড একাউন্ট ব্লক হয়েছে সেগুলো কোন পদ্ধতি তে রিকভার করা যাই সেটা জানার চেষ্টা করেছি । তখন বুঝলাম আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড দরকার। আরেকটা বিষয় বলি আমি বিভিন্ন পেইজ ফলো করে দেখতাম ফেসবুক শপে যে পণ্য গুলা লিস্টিং করা থাকে সেখান থেকে চেক আউট করলে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাই সেখানে আরো ইনফরমেশন এবং স্টাইলিস্ট ভাবে পণ্য লিস্টিং করা যাই। বাহ বিষয় টা তো ইন্টারেস্টেড । এটা নিয়ে রিসার্জ করতে করতে কিভাবে একটা ই-কমার্স ওয়েব সাইট ডেভোলপ ও ডিজাইন করতে হয় তা এখন পুরা পুরি আয়াত্যে আনতে পেরেছি। আপনার স্বপ্ন যে আপনি বড় প্রতিষ্ঠান তৈরি করবেন অনেকজন আপনার এখানে কাজ করবে । কিন্তু আপনার কর্মী কি কাজ করবে বা করছে এ বিষয় এ যদি আপনি নিজেই না জানেন তাহলে তারা কী কাজ করছে কীভাবে করছে তা কীভাবে পর্যালোচনা করবেন। কীভাবে তাদের কে শেখাবেন।
এখন সব করার পর অনলাইন পেমেন্ট গেট ওয়ে চালু করতে যেয়ে দেখি আমার ট্রেড লাইসেন্স লাগবে এছারা বাংলাদেশের জনপ্রিয় প্লাটফর্ম e-Cab অর্থাৎ ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মেম্বারশিপ নিতে গেলেও আমার ট্রেড লাইসেন্স লাগবে। এখন অবশ্য আমি ১৮+ । কিছুদিন আগেই এন আই ডি কার্ড ও পাসপোর্ট পেয়েছি। ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেছি । ইনশাআলাহ ট্রেড লাইসেন্স হয়ে গেলে ই-ক্যাব এর মেম্বারশিপ ও নিয়ে নিবো এবং পরিপূর্ণ বিজনেজ পরিচালোনা করতে পারবো। গত এক বছরে অনেক বাস্তব অভিজ্ঞতা পেয়েছি অনেকছু শিখেছি। আমি বলবো প্রতিটি কাজ করার আগে প্রি-প্লান করুন, এ্যালগরিদম তৈরি করুন। এনালাইসিস করুন। অন্যের অপর ভরষা না করে নিজে চেষ্টা করুন। অনেক কিছু জান তে পারবেন শিখতে পারবেন।
সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা
ঈদ মোবারক
লেখা – আতিকুর কোশিক