'স্মাইলিং' ও 'লাফিং'-এর মধ্যে পার্থক্য কী?
Posted on: 2021-05-18 00:09:00 | Posted by: Golam Maruf
মাইলিং (Smiling) এবং লাফিং (Laughing) এর মধ্যে পার্থক্য আছে। স্মাইলিং
 বলতে বোঝায় মৃদ্যু হাসি। এক্ষেত্রে কোনো প্রকারের শব্দ তৈরি হয় না। 
অন্যদিকে লাফিং বলতে বোঝায় কোনো প্রকারের হাসির কোনো কিছুর জন্য হাসা। 
এরুপ ক্ষেত্রে শব্দ তৈরি হতে পারে। স্মাইল
 সাধারণত খুশি হয়ে, কাউকে অভিনন্দন জানাতে, আনুষ্ঠানিকতা হিসেবে যে ধরনের 
হাসি। এটি সাধারণত ঠোট সামান্য চওড়া করে করা হয়ে থাকে। অনেকটি ???????? এরকম 
ইমোজির (Emoji) মত। উদাহরণ- নিচের ছবিটি। লাফিং
 কোনো মজার, হাসির কথা শুনে যে হাসি। এটি মুখ খুলে হতে পারে। আবার মুখ বন্ধ
 করেও হতে পারে। কিন্তু বেশিরভাগ সময় মুখ খুলে এধরনের হাসি হাসা হয়। 
উদাহরণ- ????,????,????, নিচের ছবি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে আপভোট দিয়ে উৎসাহিত করবেন।