ইউটিউব থেকে কি ওয়ার্ডপ্রেস ভালোভাবে শেখা সম্ভব?
Posted on: 2021-05-18 00:06:18 | Posted by: Golam Maruf
আপনার প্রশ্ন দেখেই মাথায় এল উদ্ভট এমন কি জিনিস আছে যা দিয়ে আপনাকে প্রমাণ দেওয়া যায়! বাথরুম থেকে এসেছিলাম, হঠাত করেই চিন্তা এল কমডের ব্যাবহার লিখে সার্চ করলে কেমন হয়! সার্চ করলাম, বাকিটুকু ইতিহাস। কোন ভিডিওতেই লাখের নিচে ভিউ নাই, আর ভিডিও এর সংখ্যাও লাখের উপরে ছাড়া নিচে নয়! আচ্ছা, নিজেকে প্রশ্ন করুন আপনি YouTube থেকে কি পাবেন না….? যাই হোক না কেন, আপনি YouTube এ সার্চ দিন আর না পেলে এসে বইলেন যে ভাই/দাদা আমি YouTube এ ওমুক কন্টেন্ট পাই নাই! যাই হোক, এত কিছু বলার কারণ হচ্ছে এই যে, আপনি YouTube এ পাবেন না, এমন কিছু হতেই পারে নাহ! (তাই বলে যা সম্ভব না, তাই দেখতে চাইবেন না যেন আবার। যেমনঃ অমুকের ভবিষ্যত কেমন বা এই ধরনের অবাস্তব এবং অবান্তর প্রশ্ন!) তার মানে আমাকে আর বলা লাগছে না যে, আপনি YouTube থেকে WordPress শিখতে পারবেন কিনা! তবে, এখানে এই শেখাতে কিছু সমস্যা আছে! একজন
 খুব ভালো মানের কোডার কিংবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা কাস্টমাইজারও বিভিন্ন
 সমস্যাতে YouTube থেকে বিভিন্ন Tutorial থেকে সমস্যার সমাধান করে থাকেন! বিপত্তি টা এখানেই! আপনি YouTube এ Tutorial পাবেন, তবে ধারাবাহিকভাবে শেখার জন্য নয়…! যেমন ধরুন, আমি আমার কোর্সে প্রথমে WordPress installation, customization, dashboard, ইত্যাদি বিষয় গুলো শিখিয়ে থাকি। এরপরে এসে কিছু জনপ্রিয় বিল্ডার
 নিয়ে বিস্তারিত শিখিয়ে থাকি আর সেগুলো থেকে প্রযোক্ট করিয়ে প্রত্যেকটি 
student কে দক্ষ করে তোলার চেষ্টা করি। তারা যেন যেকোন ধরনের এডিটিং করতে 
পারে, যেকোন ধরনের কাস্টমাইজেশন করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করি। এরপর, 
বিভিন্ন প্রয়োজনীয় প্লাগিন
 নিয়ে কাজ করিয়ে থাকি। এরপর অন পেইজ SEO, বাগ ফিক্সিং, ডকুমেন্টেশনের 
মাধ্যমে যেকোন নতুন বিল্ডার বা থিম নিয়ে কীভাবে কাজ করতে হয় তা শিখিয়ে 
থাকি, পেইজ স্পিড অপটিমাইজেশন, বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম সেট আপ, সহ ইত্যাদি
 কাজ শিখিয়ে থাকি। আমি
 যেহেতু এই সেক্টরে আছি, তাই আমি জানি কীভাবে কোন কাজ কখন শিখলে একজন 
বিগেনার উপার্জনের জন্য প্রস্তুত হতে পারবে, আর তাই আমি সেই সকল বিষয় গুলো 
তাকে সেই ভাবে ধাপে ধাপে করিয়ে থাকি…. এখন ঘটনা হচ্ছে, আপনি যদি YouTube থেকে শিখতে চান, তাহলে আপনি কি শিখবেন…? আপনি
 তো জানেন না, প্রথমে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে। মেনে নিলাম আপনি শুরু 
টা জানেন, কিন্তু এর পরের ধাপ সম্পর্কে, তার পরের ধাপ সম্পর্কে আপনার তো 
কোন আইডিয়াই নাই…! এখন আপনার যদি আইডিয়া না থাকে যে আপনি কি কি শিখবেন, তাহলে আপনি YouTube এ কি লিখে সার্চ দিবেন, আর শিখবেন টাই বা কি…? বরং আপনি এটাই জানবেন না যে, কতটুকু শিখে আপনাকে মার্কেটপ্লেসে যাওয়া উচিত, আর কি কি গিগ, বা কোন কোন সার্ভিস দেওয়া উচিত…..! আশা করি বুঝতে পেরেছেন।
একজন প্রোফেশনাল ব্যাক্তিই আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবেন।
আর এরপরে আপনি চলার পথে বাঁধা পেলে, সেসময় YouTube এর টিউটোরিয়াল গুলো হবে আপনার ভরষার প্রথম বিষয়বস্তু….