মুল পাতা
    
         
            
                
Posted on: 2021-05-18 00:05:45 | Posted by: Golam Maruf
                
            
            
            
            
                        
                
                                     
            
                       
        
        
            
    
    
    হিটলারের বাণী : "আমি কিছু ইহুদি রেখে যাচ্ছি, যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে আমি কেন তাদের হত্যা করেছিলাম।" - এটা কি আসলেই হিটলার বলেছিলো?
Posted on: 2021-05-18 00:05:45 | Posted by: Golam Maruf
না, এমন কোন কথা এডলফ হিটলার বলেন নি।
এডলফ হিটলার পৃথিবীকে ইহুদি শূন্য করতে চেয়েছিলেন। কিন্তু নিজেই এ যুদ্ধে হেরে যান। অর্থাৎ তার অভিষ্ট লক্ষ্যে তিনি পৌঁছাতে পারেন নি। এমনটা নয় যে, সুযোগ পেলে তিনি তা করতেন না। আসলে সেই সুযোগ তিনি পান নি।
সংক্ষেপে ইহুদিদের প্রতি হিটলারের বিদ্বেষের কারণঃ
- খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টকে হত্যা করে ইহুদিরা। এজন্য অনেক ইউরোপিয়ান খ্রিস্টানরা ইহুদীদের অপছন্দ করত
 - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হারার কারণ হিসেবে ইহুদি জনগোষ্ঠীকে দায়ী করা হত। এই হারকে হিটলার সহ অনেক জার্মানরা মেনে নিতে পারে নি।
 - জার্মানরা নিজেদের সেরা আর্য জাতি হিসেবে মনে করত এবং ইহুদি জাতিদের প্রতিদ্বন্দ্বী ভাবত। এটা হিটলারকে প্রভাবিত করে।
 - ইহুদিরা পৃথিবীকে শাসন করতে চায়- এমন একটা কথা ছড়িয়ে পড়ে। ইহুদিরা এজন্য মার্ক্সের মতবাদ দিয়ে বিশ্বকে ভাগ করতে চায় বলেও গুজব ছড়ানো হয়। এটিও হিটলারকে প্রভাবিত করে।
 - সর্বোপরি, হিটলারসহ সাম্রাজ্যবাদী জার্মান শক্তি ইহুদিদের সরিয়ে তাদের সম্পত্তি ও সম্পদ লুটের পরিকল্পনা করেছিলো।
 
অর্থাৎ ধর্মীয় ও সামাজিক বিদ্বেষ থেকে অনুপ্রাণিত হয়ে হিটলার ইহুদিদের মেরে ফেলতে চেয়েছিলেন।