সি এন্ড এফ কি ?? আমদানী করতে কেন সি এন্ড এফ দরকার ?

সি এন্ড এফ কি ?? আমদানী করতে কেন সি এন্ড এফ দরকার ?


Posted on: 2020-03-22 00:02:42 | Posted by: eibbuy.com
সি এন্ড এফ কি ?? আমদানী করতে কেন  সি এন্ড এফ দরকার ?


সি এন্ড এফ কি ??

C&F মানে Custom clearing and forwarding agent. এই প্রতিষ্ঠান গুলি আমদানী পন্যের কাষ্টমস প্রসিডিউর সম্পন্য করে সরকারী ট্যাক্স প্রদানে আমদানীকারককে সহযোগীতা করে ৷ এরা সরকার কতৃক বিশেষ লাইসেন্স প্রাপ্ত ৷ যে কেউ চাইলেই এই লাইসেন্স করতে পারবেন না ৷ মিনিমাম ১০ থেকে ১৪ বছরের অভিজ্ঞতা দরকার এই লাইসেন্স নিতে ৷ এছাড়া এখন সরকার এই লাইসেন্স কে অনেক কঠিন করে ফেলেছে ৷ অনেকেই লাইসেন্স করে কাজ করেন না। ফলে সরকার নতুন কোন লাইসেন্স দিতে আগ্রহী হয় না।

তবে অনেকেই সি অ্যান্ড এফ কে ভয় পান। কারন সি অ্যান্ড এফ যে কাজ করে সেখানে কোন বিকল্প ওয়ে নেই। ফলে অনেক সময় দেখা যায় যে তারা কাস্টমারদের কে অনেকটা জিম্মি করে টাকা পয়সা আদায় করে এবং নতুন আমদানিকারক যারা থাকেন তাদের থেকে এত পরিমাণে টাকা পয়সা নেয় যে সেখানে তাদের ব্যবসা করাটাই কঠিন হয়ে পড়ে। এজন্য আপনাদের ভালো সি অ্যান্ড এফ খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে তারা কাজগুলো করে দিবে। অনেক সময় দেখা যায় যে আমদানিকারকরা সি অ্যান্ড এফরা অল্প কিছু টাকা বেশি চাইলে তাদেরকে কাজ দেয় না । যারা সঠিকভাবে কাজ করবে তারা আপনাদের থেকে পুরা খরচটা চেয়ে নেবে এবং যারা লুকোচুরি চিন্তা করবে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই তারা  কম টাকা দিয়ে কাজটা নিবে, পরে তারা আপনার থেকে বেশি টাকা আদায় করবে। তার জন্য সবার আগে প্রয়োজন আপনাকে আপনার যেই মালটা আমদানি করছেন সেটা সম্পর্কে ভালভাবে জানা সেটা ট্যাক্স কত এবং অন্যান্য খরচ কত এসব সম্পর্কে ভালভাবে জানা এরপরে সি অ্যান্ড এফ যে  টাকা চাইবে সেটা সাথে আপনার হিসাবের সাথে যুক্তিকতা আছে কিনা সেটা সম্পর্কে জেনে এরপরে কাজটা প্রদান করা। 

তবে সি অ্যান্ড লাইসেন্স নিতে হলে বিশাল অংকের একটি টাকা আপনাকে সরকারী হিসাবে জামানত রাখতে হয় ৷ ভুল বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে ৷


আমদানী করতে কেন সি এন্ড এফ দরকার ?


আমদানী করতে বিভিন্ন মাধ্যমের সহযোগীতা দরকার হয় ৷ যেমন নদী পথে যদি আমদানী করতে চান তবে আপনার প্রথমেই দরকার হবে শিপিং লাইনের সহযোগীতা, এর পর বন্দর কতৃপক্ষের সহযোগীতা, এর পর বার্থ অপারেটরের সহযোগীতা এবং সর্বশেষ কাষ্টমসের ৷

সি এন্ড এফ একটু ভিন্ন কাজে আপনাকে সহযোগীতা করবে ৷ আসলে সি এন্ড এফ আপনাকে যে সহযোগীতা করবে তা আপনি নিজেও করতে পারতেন ৷ কিন্তু আপনার পক্ষে এই জটিল বিষয়টি রপ্ত করতে আপনাকে প্রচুর সময় ও জ্ঞান লাগবে ৷ সরকার সি এন্ড এফ কে নিয়োগ দিয়েছে এই জটিল কাজটিকে সহজ করতে ৷ সি এন্ড এফ কে সরকার একটি লাইসেন্স দিয়ে থাকে ৷ তাদের কাজ হলো সঠিক HS কোড নির্ধারন করে , যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাষ্টমসে আমদানী পেপার সাবমিট করা ৷

উদাহরন স্বরুপ বলা যায় , আপনি যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে পন্য আমদানী করবেন তখন পন্য আসার পর আপনার প্রথম কাজই হলো আপনার সমস্ত ডকুমেন্ট সি এন্ড এফ কে প্রদান করা ৷ সি এন্ড এফ তার লাইসেন্সের ইউনিক কোডের মাধ্যমে সমস্ত পেপার অনলাইনে কাষ্টমসে সাবমিট করবে ৷ সরকার আপনার ডকুমেন্ট গুলি একটি C-Number দিয়ে চিহ্নিত করবে ৷ এবার আপনার পেপারটি সি এন্ড এফ কাষ্টমসে নিয়ে যাবে ডিউটি এ্যসেসমেন্ট করতে ৷

এ্যসেসমেন্ট শেষ হলে এবার ডিউটি পরিশোধ করে পন্য ডেলিভারীর ব্যবস্থা করবে ৷ এই কাজের জন্য আপনি সি এন্ড এফ কে আপনি একটি ফি দিতে হবে ৷ সি এন্ড এফ ছাড়া আপনি কোনভাবেই পন্য ছাড়াতে বা সরকারী ট্যাক্স দিতে পারবেননা ৷

বিশ্বস্ত সি এন্ড এফ সার্ভিস নিতে এই পেইজে যোগাযোগ করতে পারেন পেইজ লিংক


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js