মুল পাতা
Posted on: 2021-05-18 00:00:46 | Posted by: Golam Maruf
নিব্বি কি এবং এটা কেন বলা হয়? ফেসবুকে ইদানীং এই নিয়ে অনেক মিমস আর ট্রল হচ্ছে এটার কাহিনি কি?
Posted on: 2021-05-18 00:00:46 | Posted by: Golam Maruf
নিব্বির কাহিনী বলতে গেলে অনেক দূরে যেতে হবে।
নিজ্ঞা—Nigga- একটা সম্বোধন। কিছুটা নেগেটিভ সম্বোধন। তবে ব্ল্যাকরাও নিজেদের মধ্যে এটা ব্যবহার করে। নিজ্ঞা হল খুব স্যাভেজ রকম আচরণকারী ব্ল্যাক পার্সন। এখন বলবেন স্যাভেজ কি? স্যাভেজ বলতে বেশ বেপোরোয়া, প্রতিপক্ষকে সুকৌশলে ধুয়ে দেওয়ার মতো উত্তর দানকারী।
আর সেই ট্রেন্ডের ছোট ভাই হিসাবে আসে নিব্বা —এরা মূলত হোয়াইট ব্রাউন সব, কিন্তু ব্ল্যাক না। এরা তাদের বড় ভাই নিজ্ঞার থেকে অনেকটাই আবেগী আর প্রেমালু। প্রেমের বিভিন্ন প্যারায় এরা আবেগে খুব তুচ্ছ বিষয় নিয়ে টেনশনে থাকে। এরা সাধারণত বোকা টাইপের।
আর নিব্বি হল নিব্বার স্ত্রীবাচক। হ্যাপি ফ্যামেলি ???? পড়ার জন্য ধন্যবাদ।