মুল পাতা

কোন পাঁচটি অভ্যাস কোনো সমস্যাকে আরো জটিল করে দেয়?


Posted on: 2021-05-17 23:58:13 | Posted by: Mohammed Ziaul Hoque

  1. সমস্যাটি নিয়ে অতিরিক্ত চিন্তা করা।
  2. সহানুভূতি পাবার আশায় অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা।
  3. সমস্যাটির সমাধান না খুঁজে হাত গুটিয়ে বসে থাকা।
  4. সঠিক সময় নির্ধারণের অভাব।
  5. সমস্যাটিকে এড়িয়ে যাবার প্রচেষ্টা।
  6. অন্যকে দিয়ে হ্যান্ডেল করানোর ধান্দা।
  7. সঠিক মানুষের সঙ্গে আলোচনা করতে না পারা।
  8. নিজেকে সর্বজ্ঞানী ভাবা।
  9. সমস্যা সমাধানের মুখোমুখি হতে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব।
  10. অন্যের কথায় প্রভাবিত হওয়া।


Leave a Comment:

Login to comment