আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল বারবার বিজয়ী হওয়ার কারণ কী?
Posted on: 2021-05-17 23:40:09 | Posted by: Mohammed Ziaul Hoque
আরব মানে মিশর, সিরিয়া, জর্ডান এরা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পরাজিত হয়।
মিশর প্রচুর বিমান বিধ্বংসী মিজাইল রাশিয়া (সম্ভবত) থেকে সংগ্রহ করে। এক পর্যায়ে তাদের শক্তিমত্তা ইজরায়েলের সমপর্যায়ে বলে তারা মনে করে। মিশর ও সিরিয়া ১৯৭৩ সালের ৬ অক্টোবর ইজরায়েলের পূর্ব ও পশ্চিম দিক থেকে দ্বিমুখী আক্রমন করে।
উদ্দেশ্য ছিল গত যুদ্ধে হারানো জমি আর সম্মান উদ্ধার করা। খুব দ্রুতই মিশর সুয়েজ খাল অতিক্রম করে ইজরায়েলি দখলকৃত ভূমিতে আক্রমন করে। কিন্তু তাদের বিমান বিদ্ধংসী মিসাইলগুলো সামনে এগিয়ে না আসায় তারা আর ইজরায়েলী জংগী বিমানকে ধ্বংস করতে পারেনি। ইজরায়েল এর সুযোগে অনেক ক্ষতি করতে সক্ষম হয়।
দুইদিকে একসাথে যুদ্ধ করা সম্ভব নয় বলে ইজরায়েল আগে সিরিয়ান বাহিনির আক্রমন ঠেকিয়ে দেয়। এরপর সংগঠিত হয়ে দৃষ্টি দেয় পশ্চিম দিকে। মিশরীয় অগ্রগামী দুটি বাহিনীর মধ্যে বেশ বড় একটা ফাঁকা স্হান ছিল। ইজরায়েলি জেনারেল শ্যারন এই স্হান দিয়ে তার বাহিনী নিয়ে সোজা সুয়েজ ক্যানেল পার হয়ে মিশরীয় একটি বাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলে।
আরো হুমকির বিষয় ছিল যে, তারা মিশরের রাজধানীতে যাবার রাস্তা পর্যন্ত দখল করে ফেলেছিল। এমন অবস্হায় যুদ্ধবিরতি ছাড়া মিশরের আর কোন উপায় ছিল না।
যুদ্ধে পারস্পরিক বোঝাপড়া খুব গুরুত্বপূর্ন। মিশর আর সিরিয়া সেটা করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও ইজরায়েলি বাহিনীর প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়া, বিমান বিধ্বংসী মিজাইল ব্যবহারে ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। এছাড়াও আরো অনেক কারন ছিল।