মুল পাতা

ইসরায়েলকে স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্র কোনগুলো? আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন?


Posted on: 2021-05-17 23:36:19 | Posted by: Jabed mojumder

বর্তমানে আরব মিশর ও জর্ডানের মধ্যে ইসরায়েলের কূটনীতিক সম্পর্ক আছে। ২৬শে মার্চ ১৯৭৯, ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে প্রভাবশালী আরব রাষ্ট্র্র মিশর ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে৷ ইরানের ইসলামিক বিপ্লবের পূর্বে শাহদের সাথেও গোপন সুসম্পর্ক ছিল ইসরায়েলের।আর বর্তমানে সৌদি আরব -ইসরায়েল সম্পর্ক তো ওপেন সিক্রেট আন্তর্জাতিক রাজনীতিতে। অন্যান্য আরব রাষ্ট্র্রগুলোর সাথে অবশ্য প্রকাশ্যে কোনরুপ সম্পর্ক নেই ইসরায়েলের৷

এডিট১: তৃতীয় আরব দেশ হিসেবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।১৬ অগাস্ট ২০২০ ফোনলাইন চালুর মাধ্যমে এ সম্পর্কের যাত্রা শুরু হয়।


Leave a Comment:

Login to comment