ইসরাইলী রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? ইসরাইলী রাষ্ট্রের সৃষ্টিতে কোন দেশগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি? ইসরাইলী রাষ্ট্রের সৃষ্টিতে ফিলিস্তিন ভূখন্ডকে বেছে নেওয়া হল কেন?
Posted on: 2021-05-17 23:26:45 | Posted by: Jabed mojumder
থিওডোর হার্জেল (Theodor herzl) কে ইহুদী রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয়ে থাকে। একথা অনস্বীকার্য ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টিতে মূল ভুমিকা ছিলো ব্রিটেনের আর সমর্থন দিয়ে পাশে ছিলো তাদের মিত্র রাষ্ট্র ফ্রান্স আমেরিকা।
বিস্তারিত পড়তে পারেন বেলফোর ঘোষণার ওপর লিখা আমার একটি উত্তরে।
বেলফোর ঘোষণা বলতে কী বোঝায় ? এ কিশোর পাশা (Kishor Pasha) এর উত্তর
বেলফোর ঘোষণার পিছনে আর কারা ছিলো?
যেখানে ব্রিটেন ওই ঘোষণার জন্য আপাতত দৃষ্টিতে সম্পূর্ণভাবে দায়ী ছিলো কিন্তু এখানে একটি বিষয় গুরুত্বসহকারে উল্লেখযোগ্য যে, ১ম বিশ্ব যুদ্ধকালীন ব্রিটেনের মিত্র শক্তিগুলোর পূর্বমত ছাড়া ব্রিটেনের ওই ঘোষণা দেওয়া সম্ভব ছিলো না।১৯১৭ সালে যুদ্ধকালীন মন্ত্রীসভার মিটিংয়ে , ব্রিটিশ মন্ত্রীরা সিদ্ধান্ত নেয় যে, "কোনো ঘোষণা প্রদানের পূর্বে প্রেসিডেন্ট উইলসনের মতমত গৃহীত হওয়া উচিত"। মন্ত্রীসভার সদস্যেরা স্মরণ করিয়ে দেয় যে আর্থার বেলফোর নিশ্চিত করেছে উইলসন ওই ঘোষণার অনুগ্রাহী।ফ্রান্সও ওই ঘোষণার পিছনে জড়িত ছিলো এবং বেলফোর ঘোষণার সাথে নিজেদের সমর্থন প্রকাশ করেছিল।১৯১৭ সালে এক ফরাসি কূটনীতিক জুলেস ক্যামবনের, নাহুম সুকুলো নামের এক পোলিশ জায়ানিস্টকে পাঠানো চিঠিতে "ফিলিস্তিনে ইহুদী উপনিবেশ " উল্লেখ করে ফরাসি সরকারের সহমর্মিতার দৃষ্টান্ত বলে তা প্রকাশ করে এভাবে,"[I]t would be a deed of justice and of reparation to assist, by the protection of the Allied Powers, in the renaissance of the Jewish nationality in that Land from which the people of Israel were exiled so many centuries ago," stated the letter, which was seen as a precursor to the Balfour Declaration.