কেন ইসরায়েল-এর বিপক্ষে কোনো রাষ্ট্র কথা বলছে না?
Posted on: 2021-05-17 23:24:53 | Posted by: Jabed mojumder
গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে বন্দুকের শক্তির সাহায্যে জোর করে উগ্রপন্থার সাহায্যে সরকার উৎখাত করে দখল করে যারা তাদেরকে উগ্রপন্থী বলে । গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্যালেস্টানই সরকারকে বন্দুকের শক্তির সাহায্যে জোর করে, খুনোখুনি করে, উগ্রপন্থার সাহায্যে সরকার উৎখাত করে ২০০৭ সালে গাজা দখল করে হামাস । 'হামাস' (মিশর এর "মুসলিম ব্রাদারহুড" থেকে তৈরি) সেই জন্যেই একটি "ঘোষিত উগ্রপন্থী" দল । এই কারণে গাজা তে নির্বাচিত প্যালেস্টানই গভর্নমেন্ট আর কোনো অস্তিত্ব নেই । সেই হামাস এখন গাজা থেকে রকেট ছুড়ছে ইসরায়েলর এর দিকে ।
এইরকম উগ্রপন্থী দলের পক্ষে কে থাকবে বা কে তার হয়ে কথা বলবে ? সেই জন্যেই হামাস এর পক্ষে অর্থাৎ ইসরায়েল-এর বিপক্ষে কেও কথা বলছে না ।
(1) প্যালেস্টিনিয়ন শাসন করে যে গভর্নমেন্ট সেটা সাধারণ প্যালেস্টিনিয়ন মানুষের দ্বারা সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত ২০০৫ এ । মাহমুদ আব্বাস ৬৭% ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট হন । যে রাজনৈতিক দলটি ওই নির্বাচন জিতেছিল তার নাম প্যালেস্টাইন লিবারেশন অর্গানিজশন (পি এল ও), যার নেতা ছিলেন 'ইয়াসের আরাফাত', গভর্নমেন্ট তারাই তৈরি করেছিল, পুলিশ সমেত প্যালেস্টাইন এর সব কিছু সবকিছু পুরোপুরি তাদের গভর্নমেন্ট এর অধীনে, সেটা একটা স্বয়ংশাসিত গভর্নমেন্ট, সাধারণ নির্বাচনের মাধ্যমে সাধারণ প্যালেস্টানিয়ান দ্বারা নির্বাচিত সরকার । ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা এই দুটো জায়গা প্যালেস্টানই গভর্নমেন্ট শাসন করতো ।
(2) নির্বাচন হয়ে প্যালেস্টিনিয়ন সরকার নির্বাচিত হবার সঙ্গে সঙ্গে ইসরায়েল ২০০৫ সালে গাজা সম্পূর্ণ পরিত্যাগ (উনিলেটারাল উইথড্রল) করে, একই সঙ্গে সামরিয়ার সেটেলমেন্ট পুরোপুরি তুলে নিয়ে গাজা থেকে চলে আসে ও সব দায়িত্ব প্যালেস্টানই গভর্নমেন্ট এর হাতে প্রত্যাপন করে । তার পর থেকে গাজাতে ইসরায়েল সম্পূর্ণ অনুপস্থিত । এর পরে সঙ্গে সঙ্গে হামাস গাজাতে ঢুকে পরে ও গাজা দখল করে ।
কিন্তু মিশর এর মুসলিম ব্রাদারহুড থেকে তৈরি নব্য উগ্র দল হামাস গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্যালেস্টানই সরকার, তার প্রেসিডেন্ট ও 'পি এল ও' কে মানতে চায়নি । কিন্তু পরের বছর ২০০৬ সালে লেজিসলেটিভ কাউন্সিল এ হামাস জয়ী হয় এবং প্রাইম মিনিস্টার ও লেজিসলেটিভ কাউন্সিল হামাস গঠন করে ও সঙ্গে সঙ্গে (২০০৭ সালে) হামাস 'পি এল ওর' এর অনেক নেতা, প্যালেস্টিনিয়ন অনেক সরকারি লোককে, পুলিশ কে (~ ৩০০ জনকে) প্রকাশ্য দিবালোকে খুন করে বেআইনী ভাবে গাজা দখল করে । ওয়েস্ট ব্যাঙ্ক এর পুলিশ এখন ভয় এ গাজায় ঢোকে না, প্যালেস্টিনিয়ন গভর্নমেন্ট এর অস্তিত্ব নেই সেখানে, ওখানে হামাসই বকলমে সরকার আবার পুলিশ ও । হামাস এর শাসন এর স্টাইল অনেক টা ISIS এর মতো (তবে হয়তো তাতে ধর্মের প্রভাব একটু কম), ভয়ঙ্কর অত্যাচারী ও আইন এর কোনো শাসন নেই, যাতে সবচেয়ে ভুক্তভুগি গাজার সাধারণ শান্তিপ্রিয় অবরুদ্ধ প্যালেস্টানিয়ানরা যারা কোনো সাতে পাঁচে থাকে না কিন্তু কিছু হলেই তারাই মারা যায় আগে ।
নির্বাচিত প্যালেস্টিনিয়ন গভর্নমেন্ট কে হিংসার সাহায্যে উৎখাত করার জন্যে মিডল ইস্ট কোয়ার্টেট (কোয়ার্টেট = UN + EU + আমেরিকা + রাশিয়া) হামাস কে শাস্তি দেবার জন্যে গাজায় সব অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয় । হামাস কে উগ্রপন্থী দল বলে ঘোষণা করে EU, US, জাপান, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড (রাশিয়া ও চীন করেনি এই ঘোষণা) । নির্বাচিত প্যালেস্টানেই গভর্নমেন্ট কে ফেলে দেবার জন্যে শাস্তি স্বরূপ মিশর ও ইসরায়েল গাজা কে ইকোনমিক ব্লকেড করে এবং গাজার সঙ্গে মিশর ও ইসরায়েলর তাদের নিজ নিজ বর্ডার বন্ধ করে দেয় । হামাস এর খপ্পরে থাকার ফলে বহির্বিশ্বের সাথে প্রায় যোগাযোগহীন গাজার মানুষজন অনেক গরিব, জিডিপি/ক্যাপিটা $৮৭৬ যেখান প্যালেস্টাইন গভর্নমেন্ট এর অধীনে ওয়েস্ট ব্যাঙ্ক এর প্যালেস্টিনিয়ন মানুষজন অনেক ধনী তাদের জিডিপি/ক্যাপিটা $১৯২৪ ।
গাজার সাথে ওয়েস্ট ব্যাঙ্ক এর প্যালেস্টিনিয়ন গভর্নমেন্ট এর কোনো সম্পর্ক নেই । মুখ দেখাদেখি বন্ধ । সেই জন্যেই ওয়েস্টব্যাংক এর প্যালেস্টিনিয়ন লোকরা গাজার হামাস এর সাথে একদম নেই, তারা হিংসার মধ্যেও নেই, তাই ওই আল আকসার ঘটনায় তারা নেই, আল আকসায় পুলিশের ওপরে পাথর ছুড়েছে হামাস এর লোকেরা, রকেট ও উড়ছে গাজা থেকে, আর ইসরায়েল আক্রমণ করছে শুধু গাজা কে, কারণ ওয়েস্ট ব্যাঙ্ক এই ঝামেলায় নেই । তাই প্যালেস্টিনিয়ন সরকার প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং সেটা নিতে পারার ক্ষমতাও নেই এবং ইচ্ছাও নেই ।
গাজার সাধারণ প্যালেস্টিনিয়ন মানুষজন ইচ্ছা থাকলেও কিছু করতে পারে না কারণ প্যালেস্টাইন গভর্নমেন্ট এর সপক্ষে কিছু বললেই বা কিছু অন্যরকম কিছু মতামত প্রকাশ করলেই হামাস তাদের সঙ্গে সঙ্গে মেরে ফেলবে । সেই মৃত্যু আবার খুব ভয়ঙ্কর, প্রকাশ্য দিবালোকে রাস্তায় সাধারণ প্যালেস্টানিয়েন দের মিথ্যে অপবাদ দিয়ে (গুপ্তচর ইত্যাদি), তার পরে আইসিস এর স্টাইল এ ভয়ঙ্কর ভাবে হত্যা করা হবে ও তার ভিডিও ছবি ছাড়ানো হবে যাতে তাই দেখে অন্য কোন প্যালেস্টানিয়েন হামাস এর বিরুদ্ধে কাজ করতে আর সাহস না করে ।
এইরকম দলের পক্ষে কে থাকবে বা কে তার হয়ে কথা বলবে ? ওই একমাত্র ইরান ছাড়া হামাস এর কেও সাপোর্টার নেই, ওয়েস্ট ব্যাঙ্ক এর প্যালেস্টানেই লোকেরাও নেই, এমন কি আরব রাও নেই (মিশর তো গাজা কে ইকোনমিক ব্লকেডে করে, গাজার সাথে বর্ডার বন্ধ করে দিয়েছে), UN ও সাহায্য বন্ধ করেছে, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকেও তো ছেড়েই দিন, তারা তো হামাস কে অফিসিয়ালি উগ্রপন্থী ঘোষণা করেছে । সেই জন্যেই কোনো রাষ্ট্র হামাস এর হয়ে কথা বলছে না ।