মানুষের মানসিকতা বুঝতে কিছু সাইকোলজিক্যাল হ্যাক জানাবেন কি?
Posted on: 2021-05-17 23:20:27 | Posted by: Admin
মনোবিজ্ঞান
আপনার আমার মন বা মানসিক বিষয়ের উপর কাজ করে । তাই মনোবিজ্ঞানের গবেষণায়
অনেক বিষয় বের হয়ে আসে এর মাধ্যমে অন্যের মনে উপর কর্তৃত্ব বা আস্থা অর্জন
করা যায় । তেমনি কিছু অবাক করা টিপস যা আনেকে সাইকোলজিক্যাল হ্যাকও বলে
থাকেন তা হলো; ১)
আপনি কারো সম্পর্কে ভালো ধারনা পেতে চান তাহলে তার ফেসবুক,কোরা ইত্যাদি
আইডিগুলো যাচাই করলেই জানতে পারবেন তার চিন্তা-চেতনা কেমন তার পছন্দ। ২) কোন মানুষ যদি কথা বলার সময় তার মাথা সোজা ও উঁচু করে দাঁড়িয়ে থাকেন সেটা তার আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের দিকে ইঙ্গিত করে। ৩)যখন
আপনি কাউকে কোন কাজ করতে বলেন এবং দেখেন সেই লোক অতিরিক্ত মাথা নাড়ছেন
তাহলে বুঝতে হবে যে সে আসলে নিশ্চিত না যে সে কাজটি করতে পারবে কিনা। যখন
কেউ কোন নির্দেশ যথাযথ পালন করতে গিয়ে নিজের সক্ষমতার ব্যাপারে সন্দিহান হয়
তখন মাত্রাতিরিক্ত মাথা নাড়তে থাকে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তাকে বলে
দেখেন যে আপনি আসলে বুঝতে পেরেছেন সে পুরোপুরি আপনার নির্দেশনা বুঝতে
পারেনি। দেখবেন সে অবাক হয়ে যাবে। ৪)আপনার
আশেপাশের কেউ যখন আপনি যা করেন তা অনুকরন করতে থাকে তাহলে বিরক্ত হবেন না।
বরঞ্চ এটা একটা ভালো লক্ষণ। মানুষ যখন গভীরভাবে কারো সাথে কানেক্ট হতে
পারে তখন তার নিজের মনের অজান্তে সে ঐ ব্যক্তিকে অনুকরন করতে থাকে। যেমন-
আপনি আপনার নাক চুলকালে বা চুলে হাত দিলে সেও যদি তা করতে থাকে তা নিশ্চিত
থাকেন আপনাদের আলাপচারিতা ভালোই এগোচ্ছে। আপনি নিজেও এই পদ্ধতি অবলম্বন করে
অন্যের মনে জায়গা করে নিতে পারেন। ৫)আরেকটা
সচরাচর যেটি দেখা যায় তা হলো নখ কামড়ানো। এটা নিশ্চিতভাবে কোন বিষয়ে
অস্থিরতা বা উদ্বিগ্ন হওয়ার লক্ষণ। তাই যখনই এমন কিছু দেখবেন তাহলে কথার
টপিক পরিবর্তন করে দেখতে পারেন। লোকটি তখন কিছুটা স্বস্তিবোধ করবে। ৬)বলা
হয়ে থাকে চোখ হলো মনের দরজা। চোখের দিকে তাকিয়ে আমরা মানুষের আবেগ ও
অনুভূতি উপলব্দি করতে পারি। কপোত-কপোতীরা চোখের মণি বড় হয়ে যাওয়া দেখার
জন্য একে অন্যের দিকে তাকিয়ে থাকে যা একটি শুভ লক্ষণ। কারণ সাধারণ অবস্থার
চেয়ে তখন চোখের মণি চারগুণ বড় হয়ে যায়। অন্যদিকে মানুষ রেগে গেলে তার চোখের
মণি স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে যায়। ধন্যবাদ????।
(
অনেকেই বলতে পারেন যে ফেসবুক প্রফাইল দেখে কি আর মানুষ চেনা যায় । হ্যাঁ ,
তা সত্যিই । ফেসবুক প্রফাইল দেখে আপনি মানুষ চিনতে না পারলেও আর টাইমলাইন
দেখে বুঝতে পারবেন তার চিন্তাচেতনা । )