মুল পাতা

আজ আপনি কোনো কিছু নতুন কি শিখেছেন?


Posted on: 2021-05-15 22:27:31 | Posted by: বিসমিল্লাহ্ ভ্যারাইটিজ স্টোর

বর্তমান আধুনিক পৃথিবীতে আমাদের সবাই কে কখনও কখনও টাকা উত্তোলনের জন্য ATM বুথ ব্যবহার করতে হয়। আজকে আমরা ATM বুথ নিয়ে একটা অজানা তথ্য জানবো যা অনেকে জানে না। আমিও নতুন শিখেছি তাই ভাবলাম সবাই কে জানিয়ে রাখি যাতে ভবিষ্যতে কাজে লাগে। ATM বুথ- এ কখনো কোনো সন্ত্রাসীর মুখোমুখি হলে আপনার যা করনীয় তা জানবো যদি কোন সন্ত্রাসী আপনাকে কোন ATM বুথে আক্রমণ করে তাহলে কখনই তার সাথে কোন প্রকার কথা কাটাকাটি করবেন না। কারন তারা অনেক ভয়ংকর হয়ে থাকে এবং তাদের কাছে ধারালো অস্ত্র বা পিস্তল থাকতে পারে যা দিয়ে আপনার জীবন চলে যেতে পারে। তারা যদি আপনার পাসওয়ার্ড টি জানতে চায় তাহলে যত দ্রুত সম্ভব তাদের পাসওয়ার্ড টা বলে দিবেন। তবে এক্ষেত্রে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। আপনি পাসওয়ার্ড টি বলবেন ঠিকই কিন্তু উল্টো করে বলবেন। যেমনঃ আপনার পাসওয়ার্ড টি ১২৩৪ তাহলে আপনি বলবেন আপনার পাসওয়ার্ড ৪৩২১ এতে কি হবে? আপনার টাকা ঠিকই বের হবে কিন্তু তা মেশিনে আটকে থাকবে এবং কন্ট্রোল রুমে সিগন্যাল যাবে যে আপনি বিপদগ্রস্ত। এ ব্যবস্থা সকল ATM বুথে আছে। এতে আপনার টাকা এবং জীবন দুটোই বাঁচবে। আমি বাংলাদেশের বিষয় টা সিউর জানি না তবে উন্নত দেশ গুলেতে এটা সম্ভব। তবে আমি নিজে বাংলাদেশে একবার করে বিষয়টির সঠিক পরামর্শ সংশোধন করে নিবো। কখনও যদি এই শিখানো পথ অবলম্বন করে টাকা হারানো থেকে বেচে যান তাহলে আমাকে কিছু টাকা দিতে ভুলে যাবেন না কিন্তু বলে দিলুম????


Leave a Comment:

Login to comment