আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি কী শিখেছেন?
Posted on: 2021-05-15 22:22:48 | Posted by: বিসমিল্লাহ্ ভ্যারাইটিজ স্টোর
১) ফেসবুক একটা মিথ্যা জগত। ফেসবুক ফ্রেন্ড কখনোই রিয়েল ফ্রেন্ড না। ফেসবুক ভিত্তিক রিলেশনে যাওয়া একদমই উচিত না। এটা সময়ের অপচয় ছাড়া জাস্ট কিচ্ছু না। ২) কেউ যদি বলে, "তোমার চোখ সুন্দর"___খুশি হওয়ার কারণ নেই। কেউ যদি বলে, " তোমার চোখ ট্যারা"___দুঃখী হওয়ার কারণ নেই। আপনি যা, আপনি তাই। ৩) সবচেয়ে বেশি মূল্য, সবচেয়ে বেশি সম্মান, আবার বলছি, সবচে……য়ে বেশি, নিজেকেই করা উচিৎ। যেখানে দেখবেন আপনি ঠিকভাবে মূল্যায়িত হচ্ছেন না, দেরী না করে বেরিয়ে আসুন। ৪) কখনো কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজেকে পরিবর্তন করতে যাবেন না। এতে যদি আপনি তথাকথিত "খ্যাত" তকমা পান, তবে খ্যাতই সই। শুধুমাত্র নিজের ইচ্ছায়, নিজের স্বার্থে নিজেকে পরিবর্ধন করুন। ৫) কখনোই কারও জীবনের সাথে নিজের জীবনের তুলনা করবেন না। এতে স্রেফ কষ্ট বাড়বে। তুলনা যদি একান্তই করতে চান, এমন কোন মানুষের সাথে নিজের তুলনা করুন যে আপনার চেয়ে খারাপ অবস্থানে আছে। ৬) সামাজিক দিক থেকে আপনার চেয়ে বেশি মর্যাদাসম্পন্ন মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করতে যাবেন না। বাইরে বাইরে আপনার সাথে খুব ভাল হলেও ভেতরে ভেতরে তারা আপনাকে ছোটই ভাবেন। এবং আপনার মতামতের তাদের কাছে কোন দাম নেই। অবশ্যই মনে রাখবেন বিষয়টা। ৭) কাউকে ইম্প্রেস করতে যাবেন না। নিজেকে ইম্প্রেস করুন।