মুল পাতা
Posted on: 2020-08-25 00:46:50 | Posted by: মোহাম্মাদ চাবের হোসাইন
কী করে আপনার ব্যবসাকে খুব সহজে সবার সামনে তুলে ধরবেন?
Posted on: 2020-08-25 00:46:50 | Posted by: মোহাম্মাদ চাবের হোসাইন
কী করে আপনার ব্যবসাকে খুব সহজে সবার সামনে তুলে ধরবেন?
Leave a Comment:
Login to comment
Admin 2020-08-25 00:47:51
আজকাল আমরা প্রায় লোক-ই বিজনেস করতে গিয়ে হাপিয়ে উঠি এবং হতাশায় ভুগতে থাকি কারন আমরা বুঝতে পারি না যে কি করে আমাদের বিজনেস কে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। আসুন এখন আমরা জেনে নেই কিভাবে স্বল্প পুঁজিতে ও স্বল্প সময়ে আমাদের নিজের বিজনেস কে সবার সামনে তুলে ধরা যেতে পারে - ১। ওয়েবসাইটঃ ব্যবসার জন্য একটি ওয়েবসাইট বিশাল ভূমিকা পালন করে থাকে। আপনি যখন সবার কাছে আপনার পন্যের প্রচার করবেন তখন আপনার ওয়েবসাইট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আজকাল প্রায় লোক-ই শুধু তার ব্যক্তিগত ই-মেইল দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে থাকেন। কিন্তু যখন পন্যের জন্য ভিজিটিং কার্ড এ ওয়েবসাইট এর লিঙ্ক পাওয়া যায় না তখন সেই কোম্পানীর মান নিম্নমানের বলে গন্য হয়। ২। লোগোঃ ব্যবসার ব্রান্ডিং এর ক্ষেত্রে লোগো একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আপনি দেখবেন আজকাল বড় কোম্পানী গুলো লোগো ক্রিয়েটিভ করে থাকে যাতে অন্যান্য কোম্পানীর সাথে প্রতিযোগীতায় টিকে থাকে। ৩। ডিজিটাল মার্কেটিংঃ ফেসবুকে আপনি আপনার পন্য খুব সহজেই সবার কাছে তুলে ধরতে পারেন। ওয়েবসাইট এর পাশাপাশি একটি ব্যবসায়িক ফেসবুক পেজ ও অন্ত্যন্ত জরুরী। বিজনেসের কাস্টমার পাওয়ার জন্য অনেকে শুধুমাত্র তার ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্ন মেলা বা ইভেন্ট এর উপর নির্ভরশীল, কিন্তু একটু ভালো ফেসবুক পেজ থাকলে সবার সাথে নিজের পন্য/বিজনেস খুব সহজেই শেয়ার করা যায়। যদি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট/ সফটওয়্যার এর প্রয়োজন হয় তবে যোগাযোগ করতে পারেন। সীমান্ত রোমেল ০১৯৭২০৭৯৮৫৬ প্রোগ্রামার ও বিজনেস ডেভেলপার কর্পো সল্যুশন