মুল পাতা
Posted on: 2020-08-25 00:44:36 | Posted by: মোহাম্মাদ চাবের হোসাইন
কোন বিষয়গুলি আগামী দশ বছরে সবচেয়ে লাভজনক ও আকর্ষণীয় ব্যবসায় পরিণত হবে?
Posted on: 2020-08-25 00:44:36 | Posted by: মোহাম্মাদ চাবের হোসাইন
কোন বিষয়গুলি আগামী দশ বছরে সবচেয়ে লাভজনক ও আকর্ষণীয় ব্যবসায় পরিণত হবে?
Leave a Comment:
Login to comment
Admin 2020-08-25 00:48:48
অনলাইন সার্ভিস সেন্টারঃ আপনি যদি দেখেন, এখন সব ব্যাবসা ই অনলাইন এ চলে এসেছে। আর এই ধারা চলতে থাকবে। এই যে বিপুল পরিমান অনলাইন ব্যাবসা শুরু হয়েছে, এরা যত গ্রো করবে তত সাপোর্ট এর দরকার হবে। ডিএনএ এনালাইসিসঃ এই নামটি হয়ত আপনার পরিচিত নয় তবে জেনে রাখুন, ডিএনএ সংক্রান্ত ব্যাবসা হবে আগামীর বাজওয়ার্ড! টেকনোলজির যত আপগ্রেড হবে সেল এনালিসিস তত সহজ হবে। আর কোয়ান্টাম কম্পিউটার চলে আসলে সেটা সম্পুর্ন হাতের মধ্য চলে আসবে। তখন মানুষ তার রুট খুজে পাওয়ার জন্য হন্য হয়ে উঠবে। তারা নিজেকে বদলে ফেলতে চাইবে। তখন, ডিএনএ সম্পর্কিত ব্যাবসার চাহিদা হবে আকাশচুম্বী! মেশিন লার্নিং এবং ডেটাঃ ডেটা এনালাইসিস এবং মেশীন লার্নিং সংক্রান্ত চাহিদা এখনই আকাশ চুম্বী আর সামনে সেটা কয়েক জাহার গুন বাড়বে। মেশীন লার্নিং এমন একটা টেকনলজি যেটা শুধু সিএসই নয়, বিজ্ঞান-ব্যাবসা-কলা সব বিভাগের সব সাবজেক্ট এ এপ্লাই করা হবে সামনের দিন গুলোতে। আর সব যায়গা ডেটার দরকার হবে। চিন্তাও করতে পারবেন না কত টা চাহিদা হবে সামনে। ডেটা সিকিউরিটিঃ যত দিন যাবে, ডেটা তত বাড়বে আর সিকিউরিটি থ্রেড তত। এই যে সিকিউরিটি, এটা এক লাফে কোয়েক গুন বাড়বে যখন কোয়ান্টাম কম্পিউটার আসবে বাজারে। তখন সিকিউরিটির চাহিদা হবে কলপ্নার বাইরে।
জননী পেপার হাউস 2020-08-26 02:40:04
ধন্যবাদ