মুল পাতা

চাইনিজরা বাংলাদেশে ব্যবসা করতে এত আগ্রহী কেন?


Posted on: 2020-08-25 00:24:01 | Posted by: M.HAFIZUR RAHMAN

চাইনিজরা বাংলাদেশে ব্যবসা করতে এত আগ্রহী কেন?


Leave a Comment:

Login to comment

Admin 2020-08-25 00:25:00
চায়নিজদের ধর্ম হচ্ছে ব্যবসায়। মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক তার কিছু প্রয়োজন থাকবে, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য যা লাগবে তা সরবরাহ করে যদি কিছু লাভের সুযোগ থাকে তাহলে সেখানে ব্যবসায়ের অস্তিত্ব থাকবে। আর যেখানে ব্যবসায়ের অস্তিত্ব থাকবে সেখানে চায়নিজদের অবস্থান থাকবে। শত্রু-মিত্র, সমাজতান্ত্রিক - পুজিবাদী, উগ্রবাদী-সাম্যবাদী, ধার্মিক-অধার্মিক, সাদা-কালো-বাদামী; পুথিবীর প্রায় সব দেশেই চায়নিজদের রপ্তানী, ব্যবসায়, বিনিয়োগ বা অর্থনেতিক কর্মকান্ডে সম্পৃক্ততা আছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। তাছাড়া বাংলাদেশ পৃথিবীর অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। ছোট্ট এই দেশে প্রায় ১৮ কোটি মানুষের বাস করে এবং এখানে বিশাল একটি মধ্যবিত্ত জনগোষ্ঠির বিকাশ হচ্ছে যাদের ক্রমক্ষমতা ক্রমবৃদ্ধিমান। সবমিলিয়ে পণ্য বিক্রয় করার জন্য, পুজি বিনিয়োগ করার জন্য এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান। তাই আর সবার মতো চায়নীজদের এখানে বাড়তি আগ্রহ থাকাটাই স্বাভাবিক।