বিট কয়েন কী? আর এটি কিভাবে বিনিয়োগ করা হয়? আমি কিভাবে বিট কয়েন সংগ্রহ করতে পারী?
Posted on: 2021-05-21 17:50:09 | Posted by: Admin
১০০ হাত দূরে থাকুন।
আমি BTC ট্রেইড করেছিলাম। £১৪০০০ (১৫ লক্ষ টাকা ) এর এসেট £২১০০০ (২২ লক্ষ) হয়েছিল- আরো লাভের আশায় রেখে দিয়েছিলাম- ২০১৮ সাল থেকে পড়তে পড়তে £৩০০০ (৩.৫ লক্ষ) এ এসে ঠেকেছিল। আমি রেখে দিয়েছিলাম অতটুকুই। এখন ২০২১ সালে কিছু লাভ করে বেছে দিয়েছি। আপনি পারবেন অতদিন পর্যন্ত মার্কেটে টাকা রেখে নিশ্চিন্তে ঘুমাতে?
প্রচণ্ড পরিমান ম্যানিপুলেশন হয়ে থাকে এই মার্কেটে। দৈনিক- ১০-৩০% দাম উঠা-নাম করতে পারে খুব সহজেই। হয়তো মনে করছেন- "ভালোই তো- প্রতিবার উঠা-নামায় অনেক লাভ করতে পারবো"- ধুকা- এইভাবেই মানুষ জুয়ায় জড়িয়ে পরে.
একটা বিটকয়েনের অনেক দাম- £৩১৭৬০, অথবা- ৩৪ লক্ষ্য টাকা। আছে অত টাকা আপনার? থাকলে দেশে পোল্ট্রী, ডেইরি, ফিশারিজ-এ ইনভেস্ট করুন।
বিটকয়েনের- ট্যাকনিক্যাল ব্যাখ্যা না দিয়ে সহজ ব্যাখ্যা দেই- এইটা হইলো গুজবের কয়েন। এইটার মূল্য উঠা নামা করে গুজবের মাধ্যমে। Elon Musk- অথবা অন্য কেউ কিছু বললেই দাম জীন-এ ধরা মাঁনুষের মতন লাফাতে থাকে।
US Dollar- এর পেছনে খনিজ তেল-এর ব্যাকিং আছে. বাংলাদেশের টাকার পেছনে- বাংলাদেশ ব্যাংক এর ব্যাকিং আছে- কিন্তু BTC-র পেছনে কিছুই নেই. প্রচণ্ড গাঁজাখুরি।
মনে আছে একবার বাংলাদেশে- ১ টাকার পিতলের কয়েন ৩০০ টাকায় বেচা হয়েছিল? কেমনে? গুজব সৃষ্টি করে!
দূরে থাকুন এবং সুস্থ থাকুন।