মুল পাতা

হামাসের তৈরি রকেট কাসাম কতটা শক্তিশালী? কোন স্বার্থ অর্জিত হবে এসব রকেট প্রক্ষেপণে?


Posted on: 2021-05-21 08:41:55 | Posted by: Admin

আয়রোন ডোম বিশ্বের সবচাইতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ঈসরাইল দাবি করে। কিন্তু ফিলিস্তিন ভাইদের সামান্য মিজাইল এগুলো ভেদ করে শত্রুর বুকে আছড়ে পড়ছে। আমরা মুুসলিম জাতি।

আমরা তো সেই জাতির উত্তরসূরী যারা

তৎকালীন কুরাইশ বংশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সামান্য কয়েকটি তলোয়ার এবং কয়েকটি ঘোড়া ও গাছের ডাল নিয়ে মুশরিকদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছিল।

আমরা তো সেই জাতির সন্তান যারা ওহুদ যুদ্ধে ৩০০০ কাফেরের মোকাবেলায় ৭০০ মুসলিম মুজাহিদ যুদ্ধ করে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।

আমরা তো ওই পূর্বপুরুষদের উত্তরসূরী

যারা যারা দ্বীন কায়েমের জন্য দিনের বেলা জিহাদ এবং রাতের বেলা আল্লাহর দরবারে সিজদায় নত হয়ে থাকতো।

রোম, পারস্য, কিসরা আমাদের ভয়ে থরথর করে কাঁপতো।

ইয়ারমুকের ময়দানে লক্ষাধিক কাফেরদের মোকাবেলায় 40 হাজার মুসলমান জয়লাভ করেছে।

এর দ্বারা বুঝা যায় মুসলমান কখনো শক্তির ও শুধু সামরিক কৌশলের কারণে জয়লাভ করেন নি।

বরং তাদেঁর ঈমান ও ইসলামের প্রতি বিশ্বাস আমাদেরকে বিশ্ব জয় করতে সক্ষম হয়েছিল!

লেখা: ইব্রাহিম ইকবাল খান থেকে নেয়া


Leave a Comment:

Login to comment