মুল পাতা

ইসরাইলের ছয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা


Posted on: 2021-05-19 21:03:57 | Posted by: Admin

ইসরাইলের ৬টি বিমানঘাঁটিতে এবার ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে ইহুদিবাদী দখলদার ইসরাইলের বিমানঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে হামাসের কাস্সাম ব্রিগেড। ইসরাইলেরর হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‌্যামন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এদিকে বুধবারও (১৯ মে) গাজায় ব্যাপক বিমানহামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী।

বুধবার ইসরাইলের হামলায় এখন সাংবাদিকসহ ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় সর্বমোট ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৬৩ জনই শিশু।


Leave a Comment:

Login to comment