মুল পাতা

ইসরাইলি হামলায় বাড়িঘর হারিয়েছেন ৫৮ হাজার ফিলিস্তিনি


Posted on: 2021-05-19 21:03:13 | Posted by: Admin

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক এ সংস্থাটির এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় ইসরাইলের বিমান হামলায় ৫২ হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। গাজা উপত্যকার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত গাজায় সাড়ে চারশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

এদিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ইসরাইলের বিমান হামলার ধরন যুদ্ধাপরাধের শামিল। ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করছে।

তবে দখলদার ইসরাইল বারবার জাতিসংঘ, অ্যামনেস্টিসহ মানবাধিকার সংগঠনগুলোর দাবি নাকচ করে আসছে। গাজায় বেসামরিক লোকজনের ওপর হামলার ঘটনাও অস্বীকার করে চলেছে ইসরাইল।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মুখপাত্র ইয়েন্স লেয়ার্কে রয়টার্সকে বলেছেন, গাজায় জাতিসংঘের পরিচালিত স্কুল রয়েছে ৫৮টি। এসব স্কুলে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

ইয়েন্স লেয়ার্কে আরও বলেন, ইসরায়েলের বিমান হামলায় ১৩২টি ভবন ধ্বংস হয়েছে। এ ছাড়া ৩১৬টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ছয়টি হাসপাতাল ও নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র রয়েছে। এই হামলার কারণে সুপেয় পানির সংকটে পড়েছেন গাজার প্রায় আড়াই হাজার বেসামরিক মানুষ।

তবে ইসরাইল বলছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার রকেট ছুড়েছে। হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের হামলায় প্রায় ১৩০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ৩০ সদস্য নিহত হয়েছেন।


Leave a Comment:

Login to comment