ট্যাগ দিয়ে কী হবে?
Posted on: 2021-05-18 21:54:20 | Posted by: MD Bayzid
# ট্যাগ দিয়ে কী হবে?
এটা দিয়ে কি ইজরায়েলের কোনো ক্ষতি হবে বা ফিলিস্তিনের লাভ হবে?
দেখুন এই গ্লোবালাইজেশনের যুগে কোনো আন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটা বড় প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আন্দোলনে গতি আনা যায়। বাংলাদেশে এর উদাহরণ হলো গণজাগরণ মঞ্চ। এই আন্দোলনের ঢেউ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে যার ইমপ্যাক্ট বাস্তব জীবনেও পড়ে। তাছাড়াও হলিউডে নারী অভিনেত্রীদের মধ্যে যারা যৌন হয়রানির শিকার হয়েছেন তারাও # ট্যাগ মি টু আন্দোলন করেছিলেন।
তাই এটিকে একেবারে ফেলে দেওয়া যায়না। যারা হ্যাশ ট্যাগ ফিলিস্তিন, সেইভ ফিলিস্তিন ইউজ করছেন ও ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদেরকে অপমান করার কোনো সুযোগ নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য কিছু মুসলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করছে।
নবী (সা) বলেছেন "কেউ যখন অন্যায় করে, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাঁধা দিবে। তা না পারলে মুখ দিয়ে বাঁধা দিবে। আর সেটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটাই ঈমানের সর্বনিম্ন স্তর।"
যারা ইজরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যেতে পারছেনা তারা যদি ফেসবুকে প্রতিবাদ করে সেটাকে তুচ্ছ করার কিছু নেই। বরং তাদের মধ্যে রাসুল (সা) এর হাদিসের একটা অংশ পাওয়া যাচ্ছে।
আবার অনেকে বলছেন যে, আমরা শুধু এই আন্দোলনে সীমাবদ্ধ না থেকে ফিলিস্তিনিদের টাকা পয়সা ওষুধ দিয়ে সাহায্য করতে পারিনা?
অবশ্যই পারেন। হ্যাশ ট্যাগ ইউজ করার সাথে টাকা পয়সা দিয়ে সাহায্য করার কোনো সম্পর্ক নেই। আপনি যদি ওষুধ ও টাকা দিয়ে সাহায্য করেন আলহামদুলিল্লাহ। অনেকেই ক্যাম্পেইন শুরু করেছেন। কিন্তু হ্যাশট্যাগ দিয়ে যারা প্রতিবাদে শামিল হচ্ছে তাদেরকে হেয় করা, হ্যাশট্যাগ মুজাহিদ বলে ছোট করা এসবই আমার দৃষ্টিতে রাসুলের (সা) হাদিসের বরখেলাফ।