মুল পাতা

বন্ধু


Posted on: 2021-05-18 18:21:06 | Posted by: MD Bayzid

যে বন্ধুকে খুব রাগের মাথায় লাত্থি মারলেও হেসে হেসে বলে "ডান পকেটে মোবাইল হারামী???????? বাম সাইডে মারতি" তাকে ভুলেও ছেড়ে দিওনা...বিপদের সময় কাউকে পাওয়া কঠিন.. আর এরা না ডাকলেও চলে আসে..

.

যে বান্ধুবীর "মাত্রই করা" নতুন হেয়ারস্টাইল দেয়া চুল হাত দিয়ে নষ্ট করলেও রাগ করে না বরং নিজে উলটা আরেকটু এলোমেলো করে দিয়ে বলে "হইসে?? খুশি এবার? ????????" কোনো কিছুর বিনিময়েও তাকে ভুলে যেওনা...ডিজিটাল এই পৃথিবীতে এইরকম আর পাবা না...!!

.

দিনশেষে এরাই পাশে থাকবে.. এরাই কাছে থাকবে...নিজের মন উজাড় করে দেওয়া সবাই সারাজীবন থাকে না...অথচ খুব বুড়ো বয়সে বাসার বারান্দায় "মনোমুগ্ধকর আড্ডা" দেওয়ার জন্য এরা থেকে যাবে...

.

যে চুলে হাত দিয়েছো সেই চুল যখন পেকে যেতে থাকবে মেয়েটা তখন তোমাকেই আগে জানাবে...!!তার উৎকন্ঠার সবটুকু তোমাকে শোনাবে..!!

.

ভালবাসা শুধু প্রেম হতে হবে কোথায় লিখা আছে??

.

ভালবাসা একটা অনুভূতি..ক্ষয় হবে না,মান রাখতে পারবে,তুমি ঠকবে না এমন কাউকেই সেটা দেয়াটা উচিত হবে না??

একটু ভেবে দেইখো☺


Leave a Comment:

Login to comment