সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
Posted on: 2021-05-18 18:15:40 | Posted by: MD Bayzid
আসসালামু আলাইকুম।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা সকলেই জানি গত কদরের রাত থেকে ফিলিস্তিনের উপর ইসরাইলের পৈশাচিক আক্রমণ। তাতে মারা গিয়েছে অনেক মানুষ এবং অনেক শিশু। এই পর্যন্ত ইসরাইলি ইহুদী জায়োনিস্টদের হামলায় শ হী দ হয়েছে ২০০ জনের মতো। ইসরাইল প্রতি বছরই ফিলিস্তিনের উপর আক্রমণ করে। কিন্তু এইবার আক্রমণটা সবথেকে বেশি এবং ভয়াবহ যেটা 2014 সালে একবার করেছিল। কিন্তু এত আক্রমণের পরও
তারা মুসলমানদের প্রথম কেবলা থেকে এক পা-ও সরে আসেনি। আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে, কিন্তু আমাদের মনে খুব কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয় আসলে আমাদের কি করনীয়? শুধুই কি দোয়া? ফেসবুক এ পোস্ট করে প্রতিবাদ জানানো? আসলে দোয়া আর পোস্ট ছাড়া আমাদের হাতে আর অন্য কোন কিছুই ছিল না। কিন্তু আনন্দের বিষয় হলো ,( আমরা মনে হয় সকলেই জানি) চট্টগ্রামের রাউজানের এমপির ছেলে ফারাজ করিম চৌধুরী গত কয়েকদিন আগে ফিলিস্তিন এর হাই কমিশনারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন যে , তাদের এই মুহূর্তে অনেক ওষুধের প্রয়োজন।
এইটা হল ওনার পোস্ট:
((ঢাকায় অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসের সাথে আমি যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন তাদের নাগরিকদের জন্য জরুরী ভিত্তিতে কিছু ওষুধ প্রয়োজন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনাদের মধ্যে যারা এই ওষুধগুলো দিয়ে সাহায্য করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার করবেন)
ফারাজ করিম চৌধুরী
সুন্দরবন কুরিয়ার সার্ভিস
জলিল নগর, রাউজান শাখা।
যে ওষুধগুলো সরবরাহ করা হবে সেগুলো হলো:
১। Enoxaparin Injection 40mg/ এনক্সাপেরিন ৪০ মি. গ্রা
২। Enoxaparin Injection 60mg/ এনক্সাপেরিন ৬০ মি. গ্রা
৩। Paracetamol 500mg/প্যারাসিটামল ৫০০ মি. গ্রা
৪। Vancomycin Injection 500mg/ভ্যানকোমাইসিন ৫০০মি.গ্রা
৫। Meropenam Injection 1gm/মেরোপেনাম ১ গ্রাম
৬। Amiodarone 100mg/এমিওডারন ১০০ মি. গ্রা
৭। Largactil/ লার্গাকটিল
৮। Phenergan 25mg/ফেনেরগান ২৫ মি.গ্রা
৯। Budesonide Nasal Spray/বুডিসোনাইড
নিশ্চয় মহান আল্লাহ তা'য়ালা নির্যাতিতদের সহায় হবেন।)))
তাই সকলের মতামত চাচ্ছি
মুসলমান হিসেবে অথবা একজন মানুষ হিসেবে আমাদের জবাব দেয়ার কিছুই থাকবে না, কেয়ামতের ময়দানে আল্লাহু যখন জিজ্ঞাসা করবে, আমার মসজিদের জন্য আর তোমাদের ভাইয়ের জন্য তোমরা কি করেছো । (আসলে কোন দিনই মহান রব্বুল আলামীনের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আমাদের নেই আর হবেও না। ) কিন্তু তারপরও যদি কেয়ামতের দিন বলতে পারি, হে রাব্বুল আলামিন আমাদের সামর্থ্য অনুযায়ী দূরে থেকেও আমরা তাদের ঔষধ দিয়ে কিছুটা হেল্প করেছিলাম।
তাই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি পারি টাকা উঠিয়ে ঔষধ কিনে কুরিয়ারে করে পাঠাতে?
কেউ টাকা দিতে চাইলে এই নাম্বারে পাঠাতে পারেন ঃ
বিকাশঃ- 01776049714।
পাঠানোর পর গ্রুপে একটা মেসেজ দিয়ে বলে দিবেন দয়া করে। এতে সবাই সন্দেহমুক্ত থাকতে পারবেন ইনশা আল্লাহ।
আর আমরা চাইলে সরাসরি এম্বাসিতে আমাদের আর্থিক সহযোগিতা পাঠাতে পারবো যেকোনো সময়। এবং ওষুধ সামগ্রী পাঠাতে হবে আগামি সপ্তাহখানেকের মাঝেই।
প্রিয় মুসলিম ভাইদের সহযোগিতা কাম্য।
ইতিমধ্যে বেশকিছু টাকা আমার কাছে জমেছে। আমি সবার টাকার প্রুভ ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে জানাবো ইনশা আল্লাহ।
আর আমরা বাজার কালেকশনের ও চিন্তা করেছি ইনশা আল্লাহ।
আপনাদের সবার মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা কাম্য।