১২০বছরে ১৭০কোটি মুসলিমদের মধ্যে মাত্র ১২জন নোবেল পুরষ্কার পেয়েছে।
Posted on: 2021-05-18 18:12:09 | Posted by: MD Bayzid
১২০বছরে ১৭০কোটি মুসলিমদের মধ্যে মাত্র ১২জন নোবেল পুরষ্কার পেয়েছে।
বিশ্বব্যাপী মাত্র দেড় কোটি ইহুদী, অথচ এই পর্যন্ত নোবেল পেয়েছে ১৮২জন।
৫৭টি মুসলিমপ্রধান দেশের মোট বিশ্ববিদ্যালয়ের চেয়েও আমেরিকায় বিশ্ববিদ্যালয় সংখ্যা বেশি।
মুসলিমপ্রধান দেশ সমুহের জাতীয় আয় আসে প্রাকৃতিক সম্পদ থেকে। অর্থাৎ উপরওয়ালা প্রদত্ত রিজিক থেকে।
কিন্তু অমুসলিম দেশসমুহ জাতীয় আয়ের সিংহভাগ আসে বিভিন্ন পণ্য, প্রযুক্তি থেকে। এই আয়ের বিশাল একটা অংশ বৈজ্ঞানিক গবেষনায় খরচ করে।
তাই ইসরায়েলের মত ছোট্ট দেশেও ৯০হাজারের অধিক পিএইচডি ধারী বসবাস করে। বিশ্বের সব জায়ান্ট কোম্পানির রিসার্চ ল্যাব রয়েছে ইজরায়েলে। ইউরোপ-আমেরিকার দেশসমূহ জাতীয় আয়ের উল্লেখযোগ্য অংশ ব্যয় করে গবেষনায়। তরুনরা মেতে উঠে গবেষণায়।তৃতীয় ও চতুর্থ বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ ও উন্নত জীবনের টোপ দিয়ে কাজে লাগায় গবেষণার কাজে।
আমরা দাম দিয়েছি খেলাধুলা এবং রাজনীতিকে। তাই মুসলমানদের আইকন এখন নারীলিপ্সু খেলোয়াড় এবং অসৎ রাজনীতিবিদরা। আমেরিকার প্রেসিডেন্টরা স্বপ্ন দেখে অবসরের পরে টিচিং প্রফেসনে যাব, আর আমাদের তরুনরা স্বপ্ন দেখে বারাক ওবামা অথবা মেসি হবার।
মুসলিমরা আজ শিয়া-সুন্নি, হানাফী-ওয়াহাবীতে বিভক্ত। অথচ ইহুদীদের ৫০ এর অধিক গ্রুপ একত্রিত হয়ে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রকে অর্থ আর ক্ষমতা দিয়ে টিকিয়ে রেখেছে। কিন্তু ৫৭টি মুসলিম দেশ কখনোই একত্রিত হয় না। তাই কাশ্মির, ফিলিস্তিন, চেচনিয়াও স্বাধীন হয় না।
যখন ইহুদীরা CNN, ESPN, Fox News, Sky News, Times এর মত মিডিয়া গড়তে ব্যস্ত। আমরা তখন আল জাজিরা বন্ধ করতে ব্যস্ত।
ইহুদীরা যখন কাল মার্ক্সস, আইনস্টাইন, বব ডিলান কিংবা রুপার্ট মারডকের মত জায়নবাদীদের বিশ্বব্যাপী আইকন বানাচ্ছে। আমরা ডা. জাকির নায়েকের মত মেধাবীকে বিশ্বব্যাপী সন্ত্রাসী বলে প্রচার চালাই। ইবনে খালদুনের নামই জানি না।
মুসলমানরা আজ জ্ঞানের রাজ্য ও গবেষণার রাজ্য থেকে অনেক দূরে। তারা আজ 'রফে ইয়াদাইন'-এর মত ছোটখাটো বিষয় নিয়ে তর্কে লিপ্ত।
তাই জ্ঞানবিমুখ ছিন্নভিন্ন মুসলিম জাতি আজ সংখ্যায় ১৭০কোটি হয়েও; উচ্চশিক্ষিত এবং ঐক্যবদ্ধ দেড় কোটি ইহুদির কাছে পরাজিত। লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে নিজ ভুমি থেকে বিতাড়িত করে ইহুদীরা ইসরায়েল নামক রাষ্ট্র বানায়। ইহুদীরা কোটি কোটি টাকা খরচ করে গবেষনা আর মেধাবীদের মূল্যায়নে। আর আমরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে ফিলিস্তিনিদের অসহায় কান্না দেখি।
অথচ একদা ফিলিপাইন থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্য ছিল আমাদের। বাগদাদ ও কর্ডোভার মত জ্ঞানচর্চার শহর ছিল আমাদের।
©fb