হ্যাসট্যাগ
Posted on: 2021-05-18 18:02:47 | Posted by: MD Bayzid
(#)হ্যাশট্যাগ নিয়ে দেখলাম বেশ কয়েকজন জ্ঞানগর্ভ পোস্ট দিয়ে বেড়াচ্ছেন।তাদের উদ্দেশ্য...
১/যারা হ্যাশট্যাগ দিচ্ছে তারা কি বলছে এতে ইসরাইলের বিরুদ্ধে মিসাইল ছুড়ে মারার মর্তবা হবে?
২/হ্যাশট্যাগ যারা দিচ্ছে তারা যে নফল নামাজে/মোনাজাতে ফিলিস্তিনিদের জন্য দোয়া করছে না সেটা আপনি নিশ্চিত?
৩/ফেসবুকে হ্যাশট্যাগ যে জনসমর্থন,বা মানুষের চোখে পড়ার জন্য সেটা তো ছোটো বাচ্চাও জানে।
৪/হ্যাশট্যাগ যেহেতু সমর্থন বৈ আর কিছু নয় বা প্রতিবাদের কথিত/লিখিত ভাষা সে হিসেবে যারা বলে সওয়াব হবে তারা একেবারে ভুল নয়।
সরাসরি সওয়াব না হলেও অন্যায়ের প্রতিবাদের তিনস্তরের সামর্থ্য অনুযায়ী দ্বিতীয় স্তরের কাজ তো হচ্ছে?
(তবে ঢালাওভাবে সওয়াব বলে বলে,অন্য কাজের আন্তরিকতা না রেখে কপি পেস্টকে সওয়াবের ভিত্তি বানানোকে আমিও সমর্থন করলাম না।এটা প্রশ্নসাপেক্ষ)।
৪/হ্যাশট্যাগ কি শুধু এক্ষেত্রেই প্রথম দেখছেন নাকি বিভিন্ন ইস্যুতে মানুষকে এক করতে এটা ব্যবহার করা হয়?
৫/এতে দূরের দেশে বসে+সরাসরি সাহায্য করা বা অংশগ্রহণ করতে না পারার কারনে যদি কেউ তাদের সমর্থন এভাবে দেখাতে চায় তাহলে কার ক্ষতি?
৬/আর যে মানসিক শান্তির কথা বলা হয় সেটা হলেও কম কিসের?নাকি সেটাও কারো কারো অশান্তির কারন?নাকি সব বিষয়ে বিপরীতে গিয়ে একটু এলিট ভাব নেওয়ার চিন্তা?
তবে,একটা বিষয়ে বলি,একেবারে অপ্রাসঙ্গিক পোস্টের কমেন্টও একাধিকবার এই হ্যাশট্যাগ কমেন্ট করাটা নিষ্প্রয়োজন মনে করি।এবং অনেক সময় দৃষ্টিকটু দেখায়।এদিকে খেয়াল রাখা দরকার।
এতে কিছুর পরেও হ্যাশট্যাগ নিয়ে এতবড় পোস্ট প্রসব করতে হলে আমি বলবো, হ্যাশট্যাগে কারো কারো গা জ্বলে ক্যান?এড়িয়ে গেলে হয়না?আপনাদের কথায় কারো লাভ না হলেও কারে ক্ষতি কোথায় হচ্ছে?সব জায়গায় নিরেট সাদাকালোর খোঁজ করাটা বোকামী বলে মনে করি।
ধন্যবাদ।