প
Posted on: 2021-05-18 10:55:47 | Posted by: MD Bayzid
একজন প্রফেশনাল মাকেটিং ব্যক্তি ও ব্যক্তিত্ব
১) সালাম প্রদান করা!
২) হাসিমুখে কথা বলা!
৩) চোখে চোখ রেখে গুরুত্ব দিয়ে কথা শোনা ও বলা!
৪) মানুষের ভালোমন্দ খোঁজ খবর নেয়া!
৫) মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা ও সেবা দান করা!
৬) অন্যকে যথেষ্ট গুরুত্ব ও প্রাধান্য দেয়া!
৭) কমিটমেন্ট ঠিক রাখা!
৮) নিজের চেয়ে অন্য কে বড় মনে করা!
৯) অন্যের দোষ তালাশ না করা!
১০) অন্যের খারাপ না বলা ( গীবত চর্চা না করা)
১১) সততার সহিত কাজ করা!
১২) ধর্মের কর্মের পরে পরিকল্পনা করে জমিনে ছড়িয়ে পরা!
১৩) দাওয়াত দিলে গ্রহণ করা!
১৪) ডাকে সাড়া দেওয়া!
১৫) অসুস্থতায় দেখতে যাওয়া!
১৬) গতকালের চেয়ে আজ একটু হলেও জ্ঞান ও কর্মে উন্নতি করা!
১৭) সুদের চেয়ে সততার সহিত ব্যবসা বেশি উত্তম ও বেশি লাভ জনক, এটা প্রতিষ্ঠিত করা এবং টিকিয়ে রাখা!
১৮) নিজেকে সত্যবাদী, মর্যাদাবান, হালাল খোর ও বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করা!
১৯) ১০০% পজিটিভ মাইন্ডসেট থাকা!
২০) তর্কে পরাজিত হওয়া!
২১) হার না মেনে ধৈর্য্যের সহিত কঠোর পরিশ্রম করে লেগে থাকা!
২২) নিজেকে পদবী ও যোগ্যতার মালিক মনে করা, পদবী ও যোন্যতা আমার মালিক নয়!
২৩) নেতা বা বস কে মান্য করা
২৪) অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা এবং সঠিক পরামর্শ ও গাইড লাইন দিয়ে নিরাপদ রাখা!
২৫) সময়নিষ্ঠ ও সহানুভূতিশীল হওয়া!
এসব সর্বপ্রথম শিখিয়েছেন সর্ব কালের সেরা সফল মার্কেটিং ব্যক্তি ও ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ ( স)!