মুল পাতা

সবার কী জানা উচিত?


Posted on: 2021-05-18 00:11:46 | Posted by: Golam Maruf

অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার্থী যেমন-

IAS, IIT JEE Entrance Examinations, GATE, CAT, NDA, NEET, UGC- NET, CLAT, Chartered Accountant Exam, etc…

এবং অন্যান্য শিক্ষার্থীরা যারা স্ট্যাডি করার সময় উল্লেখযোগ্য তারিখ বা পয়েন্টগুলিকে আন্ডারলাইন করতে হাইলাইটার ব্যবহার করে। আমি নিজেও B-Tec -এ ভর্তি হওয়ার পূর্বে Joint Entrance Examination (Main) এর প্রস্তুতির পূর্বে ব্যবহার করেছি।

মূল কথা হচ্ছে বেশির ভাগ শিক্ষার্থীরা ফ্যাবার ক্যাসেল হাইলাইটার ব্যবহার করে।

কিন্তু তাদের অনেকেই এটা জানে না যে, এই হাইলাইটার কালি উঠিয়ে পুনরায় ব্যবহার করা যায়। এই কালির জন্য একটি বোতল কিনতে পাওয়া যায়, এক বোতল থেকে কালী ৮ বার ভরানো যায়।

আর এই কালির বোতল আপনি Amazon, 40 টাকা-তে পেয়ে যাবেন। (sorry আমি কিন্তু Amzon-কে promote করছি না জাস্ট আপনাকে জানাচ্ছি, আপনি চাইলে Flipkart কিংবা Alli baba তেও অর্ডার দিতে পারেন )।


Leave a Comment:

Login to comment