কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে?
Posted on: 2021-05-18 00:08:28 | Posted by: Golam Maruf
১. সকাল সকাল ঘুম থেকে উঠুন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। এর কোন বিকল্প নেই।।
২. ধীরে ধীরে মিথ্যা কথা বলা ছেড়ে দিন। প্রতিদিন ঘুমানোর সময়ে হিসেব করবেন, আজ মোট কয়টা মিথ্যা কথা বললেন। তার পরেরদিন একটা মিথ্যা কথা বলা কমিয়ে দিন। পরেরদিন আরেকটা কমান। একদিন দেখবেন আর মিথ্যা কথা বলছেনই না।।
৩. অনেক বেশি বেশি বই পড়ার অভ্যাস করুন, মগজ খুলে যাবে। সাহিত্য, সংস্কৃতি, ভ্রমনকাহিনী, গোয়েন্দাকাহিনী সবকিছুই পড়ার ট্রাই করুন।।
৪. উপদেশ নেয়ার অভ্যাস করুন সবার কাছ থেকে। ছোট-বড়, চেনা-অচেনা, শিক্ষিত-অশিক্ষিত সবার কাছ থেকেই শেখার আছে। মনে রাখবেন, রাস্তার পাশে বসে খবরের কাগজ বিক্রি করা লোকটাও হয়তো আপনার থেকে বেশি জ্ঞান রাখে।।
৫. অপচয় একদমই ছেড়ে দিন। প্রয়োজনের সময় ১০ টাকার জিনিস ২০ টাকায় কিনতেও দোষ নেই। তবে প্রয়োজন না থাকলে ওই ১০ টাকার জিনিস ১ টাকায় কেনাও মূল্যহীন।।