আয়রন ডোম সম্পর্কে বিস্তারিত জানাবেন কি?
Posted on: 2021-05-18 00:07:37 | Posted by: Golam Maruf
আয়রন ডোম (Iron Dome); অ্যাডভান্স প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল
ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রকল্প আয়রন ডোম (Iron Dome) একটি ব্য়য়বহুল আকাশ
প্রতিরক্ষা প্রযুক্তি যা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম নামেও
পরিচিত। যে কোন আবহাওয়ায় রাত্র অথবা দিনে যে কোন সময় ৪ থেকে ৭০ কিলোমিটার
দূরত্বের মধ্যে সব ধরনের আর্টিলারি শেল হামলা, ক্ষেপনাস্ত্র ও রকেট হামলা
প্রতিহত সহ অনঅনুমোদিত যে কোন বিমান ধংস করতে সক্ষম এই আয়রন ডোম প্রযুক্তি। এবং প্রতিটি আয়রন ডোম সেটাপে খরচ পরে বাংলাদেশী টাকায় প্রায় ৪৩৫ কোটি টাকা। আক্রমন সনাক্ত করা থেকে শুরু করে সেটা নিষ্ক্রিয় করা পর্যন্ত আয়রন ডোম এর প্রতিটি ব্যাটারি তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করে, যথাঃ বর্তমানে বহুল আলোচিত ইসরায়েলের উদ্ভবিত এই আয়রন ডোম প্রযুক্তি সম্পর্কে আরো বিস্তরিত জানতে হলে পড়ুন সম্পুর্ন লেখাটি।