EibBuy
EibBuy
Sell
Menu

২০১৯ সালের বিশ্ব সেরা দশ জন ধনী ব্যক্তিদের তালিকা ।। Top ten richest man in the world 2019

  • 2020-03-17 12:58:09
  • Posted by: eibbuy.com
২০১৯ সালের বিশ্ব সেরা দশ জন ধনী ব্যক্তিদের তালিকা ।। Top ten richest man in the world 2019

লুং প্যালেস হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৯ শীর্ষক প্রতিবেদনে বলা হয় ,


এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন আমাজনের সিইও এবং চেয়্যরম্যান জেফ বেজস। তার নেট সম্পদ ২০ শতাংশ বেড়ে হয়েছে ১৪৭ বিলিয়ন ডলার ।


শীর্ষ দশে থাকা বাকি ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও বিল গেটস । গত  বছর তার সম্পদ ৭ শতাংশ বেড়ে ৯৬ বিলিয়ন হয়েছে।


তৃতীয় হয়েছেন বার্কশেয়ার হেথাওয়ের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট , তার সম্পদ ১৪ শতাংশ কমে হয়েছে ৮৮ বিলিয়ন ডলার ।


চতুর্থ শীর্ষ ধনী হয়েছেন বার্নড আর্নল্ট , তার সম্পদ ১০ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ বিলিয়ন

ডলার ।


পঞ্চম স্থানে রয়েছেন  মার্ক জাকারবার্গ তার সম্পদ ১ শতাংশ বেড়ে হয়েছে ৮০ বিলিয়ন

ডলার ।


ষষ্ঠ , কার্লোস স্মিম হেলু , তার সম্পদ ১ শতাংশ কমে হয়েছে ৬৬ বিলিয়ন ডলার ।


সপ্তম  হয়েছেন, আর্মেনসিও ওর্তেগা , তার সম্পদ ২৩ শতাংশ কমে যাওয়ায় ৫৬ বিলিয়ন ডলার হয়েছে ।


আষ্টমে রয়েছে সার্জে ব্রিন , তার সম্পদ ১৭ শাতাংশ বেড়ে ৫৪ বিলিয়ন ডলার হয়েছে।


নবম স্থানে উঠেছেন ভারতের রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি , তার সম্পদ ২০ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ বিলিয়ন ডলার ।


দশম স্থানে রয়েছেন গুগলের ল্যারি পেজ , তার সম্পদ ৬  শতাংশ বেড়ে হয়েছে ৫৩ ডলার ।

🔗 Related Posts

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
Latest Products
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By eibbuy.com react js next js