EibBuy
EibBuy
Sell
Menu

কিভাবে ভ্যাট সার্টিফিকেট করতে হবে ? কিভাবে ভ্যাট সার্টিফিকেট নবায়ন করবেন? ভ্যাট সার্টিফিকেট করতে কত ফি দিতে হয় ? Vat certificate bangladesh AtoZ

  • 2020-03-21 21:00:30
  • Posted by: eibbuy.com
কিভাবে ভ্যাট সার্টিফিকেট করতে হবে ?  কিভাবে ভ্যাট  সার্টিফিকেট নবায়ন করবেন? ভ্যাট সার্টিফিকেট করতে কত ফি দিতে হয় ? Vat certificate bangladesh AtoZ

আপনারা অনেকেই জানেন যে  ভ্যাট সার্টিফিকেট ছাড়া বাণিজ্যিক ভাবে আমদানি করলে জরিমানা গুনতে হয়। আবার আধুনিক কালে ভ্যাট সার্টিফিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য করা একদম অসম্ভব হয়ে পড়েছে।  আজকে আমি দেখাবো কিভাবে ভ্যাট সার্টিফিকেট করতে হয়? ভ্যাট সার্টিফিকেট নিয়ে   আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবো। পোষ্ট শেষ পর্যন্ত পড়ার অনুরধ রইলো।


প্রথমে বলবো ভ্যাট সার্টিফিকেট প্রাপ্তির জন্য যে সব কাগজপত্র প্রয়োজন

* ভ্যাট সাটিফেকেট প্রাপ্তির জন্য সরকার কর্তক প্রনীত নিদিষ্ট ফরম (মুসক-৬)

* দুই কপি সত্যাইয়িত ছবি ।

* টিআইএন সার্টিফিকেট।

* ট্রেড লাইসেন্স।

* ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।


অনেক গুলি ব্যবসার একটি ভ্যাট সার্টিফিকেট কিভাবে করবেন?

উৎপাদন পর্যায় তথা কারখানা ব্যতীত অন্যান্য ব্যবসা যেমন আমদানীকারী , রপ্তানীকারী বা সরবাহরকারী, কর যোগ্য সেবা প্রদানকারী যেমন হাসপাতাল, পার্লার অথবা সেবা রপ্তানীকারী প্রতিষ্ঠান যদি একই  স্থান হতে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন এবং হিসাব নিকাল ও রেকর্ড পত্র কেন্দ্রীয়ভাবে সংক্ষন করলে উক্ত ব্যবসার পরিচালনা করার জন্য আপনি কেন্দ্রীয়ভাবে একটা  ভ্যাট সার্টিফিকেট নিলেই হবে ।


কেন্দ্রীয়ভাবে ভ্যাট নিবন্ধনের জন্য কার বরাবরে আবেদন করতে হবে ?

জাতীয় রাজস্ব  বোর্ড, রাজস্ব ভবন , ঢাকা বরাবরে আবেদন করতে হয়।


কেন্দ্রীয়ভাবে ভ্যাট নিবন্ধনের জন্য আবেদনের সঙ্গে কি কি দলিলপত্র থাকতে হবে ? 

কেন্দ্রীয়ভাবে ভ্যাট নিবন্ধনের জন্য নিন্মোক্ত দলিলপত্রাদি থাকতে হবে ,

১.মুল্য সংযোজন কর সনদপত্রের অনুলিপি ( যদি না থাকে )

২. মুল্য সংযোজন কর নিবন্ধনের জন্য আবেদন ( মুসক -৬) যদি না থাকে ।

৩. টি . আই . এন সনদপত্র এর অনুলিপি।

৪. কর পরিশোধ সনদপত্র।

৫ . কেন্দ্রীয় নিবন্ধনের অধীন ইউনিট সমুহের মানচিত্র।

৬ . কেন্দ্রীয় নিবন্ধনের অধীন ইউনিট সমুহের ট্রেড লাইসেন্স এর অনুলিপি ( ফটোকপি )।

৭.  কেন্দ্রীয় নিবন্ধনের অধীন ইউনিট সমুহের ভাড়া চুক্তি বা মালিকানা দলিলের অনুলিপি।

৮. ব্যবসা সংঘ স্মারক এবং সংঘবিধি বা পরিমালার নিয়ামাবলীর সত্যায়িত অনুলিপি ।


আরও পড়ুন

কেন্দ্রী নিবন্ধনপত্র প্রদান

এভাবে আপনি আবেদন করার পর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশ জারী করে আদেশ বর্নিত শর্তাদি পালন সাপেক্ষে কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থায় মুসক কার্যক্রম  পরিচালনার নির্দেশ প্রধান করে সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরকে ঐ আদেশে বর্নিত ঠিকানায় কেন্দ্রীয় নিবন্ধনের দেওয়া আদেশ জারী করে এবং উক্ত আদেশের সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে বিভাগীয় দপ্তর করদাতাকে নিবদ্ধন ফরম প্রধান করবে ।


উৎপাদন ব্যবসার নিবন্ধন

 উৎপাদন ব্যবসার নিবন্ধন নিতে আপনাকে নিচের বিষয় গুলি উপস্থাপন করতে হবে।


* উৎপাদনস্থলে বা ব্যবসা স্থলের আঙ্গন , প্লান্ট . যন্ত্রপাতি  বা ক্রয় - বিক্রয় বা মজুদযোগ্য পন্য ও এর উপকরনের বিষয়ে একটি ঘোষনা পত্র।

* ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং স্মারক সংঘ এবং বিধি (কোম্পানীর ক্ষেত্রে)

* বাড়ি ভাড়া চুক্তিপত্র অথবা মালিকানা দলিল (ফটোকপি)

* কারখানা নকশা ( কারখানার ক্ষেত্রে )

 

ভ্যাট সার্টিফিকেট প্রাপ্তিতে কি পরিমান ফি দিতে হয় ? 

ভ্যাট  সার্টিফিকেট প্রাপ্তির জন্য কোন প্রকার ফি এর প্রয়োজন নেই ।এটি সরকার ফ্রিতেই করে দিবে।


আরও পড়ুন

কিভাবে ভ্যাট  সার্টিফিকেট নবায়ন করবেন?

বানিজ্যিক আমদানিকারকগনের ক্ষেত্রে প্রত্যেক বছর একবার ভ্যাট  সার্টিফিকেট নবায়ন করতে হয় ( মুসক ৬ (ক) ফরম , বিধি ১১ ক অনুসারে ) । তবে বানিজ্যিক আমদানিকারক গন ভিন্ন অন্যান্যদের ক্ষেত্রে ভ্যাট  সার্টিফিকেট নবায়ন করার কোন প্রয়োজন নেই ।


কোন অফিস হতে ভ্যাট  সার্টিফিকেট সংগ্রহ করতে হয়?

কতগুলো এলকা নিয়ে একটা মুসক বিভাগ গঠিত হয় । কোন এলাকার জন্য ভ্যাট  সার্টিফিকেট প্রপ্তির জন্য আবেদন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াদি ঐ নিদিষ্ট বিভাগে সম্পন্ন করতে হয় । তবে কোন বিভাগের আওতার কোন কোন এলকা রয়েছে এই বিষয়ে কোন চুড়ান্ত তালিকা এখোনো প্রকাশ করা হয়নি ।

আপনার আসে পাশে খোঁজ নিলেই দেখবেন অনেক রাজস্ব অফিস আছে তাদের থেকেই এই ভ্যাট সার্টিফিকেট করে নিতে পারবেন।


পোষ্ট টি শেয়ার করার অনুরধ রইলো । ভালো থাকবেন সবাই।

🔗 Related Posts

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
Latest Products
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By eibbuy.com react js next js