ট্যাক্স
নিয়ে সবাইকে কমবেশী ঝামেলায় পড়তে হয় ৷ আসলে আমরা যদি পন্যের সঠিক HS
code জানতে পারি তাহলে যে কোন পন্যের ট্যাক্স বের করা সহজ হবে৷
পন্যের
ট্যাক্স বের করতে আপনার প্রথম পর্বে জানতে হবে HS বের করার সহজ পদ্ধতি
নিয়ে ৷ বিশ্বে আমদানী রপ্তানি যোগ্য সকল পন্যের একটি HS Code থাকে ৷
প্রতি বছর এটা আপডেট হয় বিধায় নির্দিষ্ট করে কিছু বলা যায়না ৷ যাহোক আমরা যেহেতু স্মার্ট ফোনের লোক তাই আপনার প্রথম কাজ হলো অনলাইন থেকে Bangladesh customs tariff ডাউনলোড করে নিতে হবে
এবার আপনার পন্যের ইংরেজি নামটি দিয়ে গুগলে HS Code সার্স করুন ৷ যেমন
কলমের HS কোড সার্স করবেন "pen HS code" লিখে ৷ jauba নামে একটি ভারতীয়
ওয়েবসাইট আছে তারা মোটামুটি উপমহাদেশীয় HS কোড গুলি দেখাবে ৷
এর
পর আপনি ডাউনলোড করা Bangladesh customs tariff গিয়ে
ওয়েবসাইটে পাওয়া HS কোডের সাথে মিলান ৷ মনে রাখবেন অনলাইনের সব সংখ্যা
সঠিক নাও মিলতে পারে ৷ আপনি কাছাকাছি কোন একটা মিলিয়ে নিবেন ৷
এবার
Bangladesh customs tariff এর ডান পাশে দেখবেন TTI লেখা
আছে ৷ সেই সংখ্যার পরিমান টাকাই আপনাকে শতকরা পরিশোধ করতে হবে ৷
