ঘরে বসে মাত্র 10 হাজার টাকায় ব্যবসা শুরু করুন ।। Start your business 10 thousand taka

ঘরে বসে মাত্র 10 হাজার টাকায় ব্যবসা শুরু করুন ।। Start your business 10 thousand taka


Posted on: 2020-03-17 13:38:14 | Posted by: eibbuy.com
ঘরে বসে মাত্র 10 হাজার টাকায় ব্যবসা শুরু করুন ।। Start your business 10 thousand taka

ব্যবসা মানেই লাখ টাকা ইনভেষ্ট করতে হবে তেমনটা না ৷ কম টাকা ইনভেষ্ট করেও আপনি ব্যবসা শুরু করতে পারবেন ৷ অনেকেই আছেন যারা চাকরি , পড়াশুনা বা গৃহের কাজের পাশাপাশি কিছু ব্যবসা করতে চান ৷ কিন্ত ব্যবসা করতে যেহেতু টাকা পয়সার প্রয়োজন তাই  সবাই চায় কম টাকায় ব্যবসা শুরু করতে ৷ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা মাত্র  ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন ৷ আজকের আইডিয়া একটু ভিন্ন ধরনের ৷ আপনি চাইলে মাত্র ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন ৷

আপনি কি রকমারি কেক, কুকিস্ বানাতে ভালবাসেন?আত্মীয়-বন্ধুদের জন্মদিন-অ্যানিভারসারিতে আপনার বানানো কেকের কদর রয়েছে? তাহলে  আজকের এই ছোট ব্যবসার আইডিয়া আপনার জন্য। আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে আপনিও পারবেন আপনার ব্যবসা সাজাতে ৷

বাজারে ওভেন-ফ্রেশ বেকারি আইটেমের চাহিদা প্রচুর ৷ আর তা যদি আপনি একেবারে ক্রেতার ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে তো কথাই নেই। নিত্যনতুন রেসিপি চেষ্টা করুন, তৈরি করুন আপনার স্পেসালিটি।


কিভাবে শুরু করবেন ?
আসলে যে কেউ চাইলেই কেক, কুকিস উৎপাদন শুরু করতে পারবেন না। কারন আপনাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে কিভাবে কেক, কুকিস উৎপাদন করতে হবে।বিভিন্ন কেমিক্যাল যেমন ইষ্ট, মায়দা, কালার ইত্যাদি পরিমাণ মত কিভাবে ব্যবহার করতে হয় এটা জানা খুব জরুরি।

কিভাবে বাজারজাত করবেন ?

প্রথমেই একটি বাজার নির্ধারন করুন ৷ সেটা হতে পারে আপনার নিকট আত্নীয় স্বজন অথবা ফেসবুকের ফ্রেন্ডরা ৷ আপনি চাইলে ফেসবুকে একটা গ্রুপ খুলেও ব্যবসাটি শুরু করতে পারেন ৷ প্রথমে ফেসবুকে আপনার পরিচিত লোকদের দিয়ে একটা গ্রুপ খুলুন ৷এবার সবাইকে কোন একটা পার্কে দাওয়াত দিন আর আপনার তৈরা আইটেম গুলি তাদের খেতে দিন ৷ তাদের কমেন্ট গুলি ডাইরিতে লেখে রাখুন ৷ ব্যাস হয়ে গেল ৷ আপনি এবার প্রস্তুত ৷ যার যে খাবারটা পছন্দ হবে তাকে বলবেন গ্রুপে একটা রিভিউ দিতে ৷ আর আপনি গ্রুপে ঘোষনা দিবেন যে, যার যে আইটেম দরকার সে যেন তা ইনবক্স করে জানায় ৷

কত টাকা ইনভেষ্ট করা লাগবে ?

আমি প্রথমেই বলেছিলাম আজকে আনি বলবো কিভাবে 10 হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন । যেহেতু ঘরের ওভেনেই কেক-কুকিস্ বানাতে পারবেন সেহেতু আলাদা করে দোকান নেবার দরকার নাই ৷ বাজারে এক ধরনের বাংলা ওভেন পাওয়া যায় ৷ ৫-৬০০০ টাকার মধ্যে সকল প্রকার সারাঞ্জমাদি পেয়ে যাবেন ৷ বাকি কাচামাল ৩-৪০০০ টাকা লাগবে ৷ মোটামুটি ১০ হাজার টাকার মধ্যেই সব কিছু পেয়ে যাবেন ৷

কেমন লাভ হতে পারে

ফুড আইটেমে ৩০-৪০% প্রফিট থাকে ৷ আপনি যদি প্রতি মাসে ৫০ হাজার টাকার আইটেম সেল করতে পারেন তবে প্রতি ১০-১৫০০০ টাকা সহজেই আয় করতে পারবেন ৷


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:

Comment as:

alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2024 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js